Bhangar News : 'বেশি টাকা দিতে পারিনি বলে টিকিট পাইনি', বিস্ফোরক TMC নেতা
ABP Ananda Live: তৃণমূলের অন্দরে তোলাবাজির আরও এক নজির! টাকা না দিলে ভোটের টিকিট নেই! এবার বিস্ফোরক ভাঙড়ের তৃণমূল নেতা মোদাস্সর হোসেন। 'এবার বেশি টাকা দিতে পারিনি বলে টিকিট পাইনি', নাম না করে আরাবুল ইসলামকে আক্রমণ তৃণমূল কাউন্সিলরের।
রাস্তাই কি ফের রাস্তা দেখাবে? আর জি কর-কাণ্ডে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের বিচার চেয়ে ফের কি শুরু হতে চলেছে আন্দোলন? ৯০ দিন পরেও সিবিআই চার্জশিট দিতে না পারায়, আর জি কর-কাণ্ডে শুক্রবার জামিন পেয়েছেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। আর এই ঘটনাই যেন ফের একবার আলোড়ন ফেলে দিয়েছে চিকিৎসক থেকে শুরু করে নাগরিক সমাজের মধ্যে। প্রশ্ন উঠছে, যে সিবিআই সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সন্দীপ ঘোষ-সহ ধৃতদের বিরুদ্ধে তথ্যপ্রমাণ পাওয়ার দাবি করেছে, তারপরেও কীভাবে জামিন পেয়ে যেতে পারেন তাঁরা? এই অবস্থায় ফের একবার পথে নামছে চিকিৎসক-সংগঠন ‘জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টর্স’।