WB News:বাস, লরি আটকানো থেকে জাতীয় সড়ক ও রেল অবরোধ, ধর্মঘট সফল করতে গায়ের জোর দেখাল ধর্মঘটীরা

ABP Ananda LIVE: কোথাও গাড়ি আটকানো, কোথাও জোর করে দোকান বন্ধের চেষ্টা। বনধ সফল করতে গায়ের জোর দেখাল ধর্মঘটীরাও। 
এদিন, কলেজ স্ট্রিটে কলকাতা বিশ্ববিদ্যালয় ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে পিকেটিং করেন SFI-সহ বাম ছাত্র সংগঠনের সদস্যরা। অধ্যাপক, পড়ুয়াদের
বিশ্ববিদ্যালয়ে না ঢোকার অনুরোধ করেন ধর্মঘটিরা। কলেজ স্ট্রিট অবরোধ করেন SFI সদস্যরা। কলকাতায় একাধিক রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্কের গেটের সামনে পোস্টার নিয়ে স্লোগান দেন ধর্মঘটিরা। ধর্মঘটীদের পিকেটিং চলায় আলিপুরদুয়ার শহরে খুলতে পারেনি ৩টি বেসরকারি ব্যাঙ্ক ও একটি অর্থলগ্নি সংস্থার অফিস। ধর্মঘটীরা ব্যাঙ্ক এবং অফিসের শাটারের সামনে পতাকা নিয়ে দাঁড়িয়ে থাকায় তালা খোলা যায়নি। দীর্ঘক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকেন গ্রাহক, কর্মীরা...। মালদার চাঁচলে LIC অফিস খোলাকে কেন্দ্র করে তৃণমূল ও সিপিএমের শ্রমিক সংগঠনের মধ্যে ব্য়াপক বচসা বাধে। শিয়ালদা দক্ষিণ শাখার ডায়মন্ড হারবার লাইনে, দেউলা ও সংগ্রামপুর স্টেশনের মাঝে একাধিক জায়গায় ওভারহেড তারে কলাপাতা ফেলে দেওয়া হয়। দুর্গাপুর স্টেশনে রেল ট্র্যাকের ওপর বসে পড়েন ধর্মঘটিরা। রেললাইন ধরে চলে মিছিল...স্টেশনের বাইরে, বাস স্ট্যান্ডে সরকারি বাস, মিনিবাস ও সরকারি আধিকারিকদের গাড়ি আটকানোর চেষ্টা হয়। বাঁকুড়া-দুর্গাপুর রাজ্য সড়ক অবরোধ করেন ধর্মঘটিরা। আটকে পড়ে বাস, গাড়ি। হুগলির কোন্নগর ও রিষড়া স্টেশনের মাঝে রেল অবরোধ করেন সিপিএম কর্মীরা। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola