TMC News: 'ফিরহাদ হাকিম যে উপদেশ দিচ্ছেন, তা নিজেরা আগে করে দেখান', আক্রমণ হুমায়ুন কবীরের
Continues below advertisement
ABP Ananda Live: 'দলে অসৎ মানুষ আছে, তাদের থেকে সতর্ক থাকতে হবে' , তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে ইঙ্গিতপূর্ণ মন্তব্য় করেন ফিরহাদ হাকিম, পাল্টা হুমায়ুন কবীর। 'ফিরহাদ হাকিম যে উপদেশ দিচ্ছেন, তা নিজেরা আগে করে দেখান। নতুন প্রজন্মের লোকেরা ওনাদের দেখেই তো শিখবে, সেই পথ অনুসরণ করবে। ফিরহাদ হাকিম দেরিতে হলেও মহানুভবতা দেখাচ্ছেন', ফিরহাদ হাকিমকে পাল্টা আক্রমণ ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর।
আরও খবর, মুর্শিদাবাদে ছোটখাটো স্য়াটেলাইট স্টেশন তৈরি থেকে, বহরমপুরের জেল ভেঙে জঙ্গি ছিনতাই। গোয়েন্দা সূত্রের দাবি, এরকম মারাত্মক সব ছক ছিল গ্রেফতার হওয়া আনসারুল্লা বাংলা টিমের জঙ্গিদের। ধৃত ABT জঙ্গি নুর ইসলাম মণ্ডল ট্রেনিং-ও নিয়েছিল কুখ্য়াত শিমুলিয়া মাদ্রাসায়। জঙ্গিদের এই খাগড়াগড়-কানেকশন এক কথায় গোয়েন্দাদের চমকে দিয়েছে।
Continues below advertisement