TMC News : ভাটপাড়ায় গুলি-কাণ্ডের তদন্তে নতুন তথ্য, মাস্টারমাইন্ড হিসেবে উঠে আসছে কার নাম?

ABP Ananda Live : ভাটপাড়ায় গুলিতে নিহত তৃণমূল নেতা, তদন্তে নতুন তথ্য। কিছুদিন আগে মৃত নেতার ভাইকে হুমকি দিয়েছিল ধৃত কউসর, খবর পুলিশ সূত্রে। সিসিটিভি ফুটেজে ঘটনাস্থলে ধৃত কউসরের উপস্থিতির প্রমাণ মিলেছে, খবর পুলিশ সূত্রে। মাস্টারমাইন্ড হিসেবে উঠে আসছে আকাশ প্রসাদের ভাই সুজলের নাম, খবর সূত্রের। পুলিশের সন্দেহ, অশোক সাউকে খুনের বরাত হয়তো ২ ভাড়াটে খুনিকে আগেই দিয়েছিল সুজল। হামলা করতে দুষ্কৃতীরা সবাই ভাটপাড়া থানা এলাকা থেকে এসেছিল বলে জানিয়েছে পুলিশ। 

ট্যাব কেলেঙ্কারির মধ্যেই এবার মিড ডে মিল চুরির অভিযোগ উঠল মালদায়। ইংরেজবাজারের ঝঞ্ঝাকুমার বিদ্যাপীঠের ঘটনা। প্রধান শিক্ষক ও এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে মিড ডে মিলের চাল চুরি ও হিসেব গরমিলের অভিযোগ। ইংরেজবাজার থানা, মালদার জেলাশাসকের কাছে অভিযোগ দায়ের মিড ডে মিলের নোডাল শিক্ষকদের। ক্যামেরা দেখেই বাইক নিয়ে পালিয়ে যান প্রধান শিক্ষক,ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন মালদার জেলাশাসক।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola