Birbhum News : আশঙ্কা প্রকাশের ৩ দিনের মাথায় বাড়িতে বোমাবাজি, আতঙ্কিত বীরভূমের তৃণমূলের উপপ্রধান
ABP Ananda LIVE : খুন হতে পারেন, এই আশঙ্কা প্রকাশের ৩ দিনের মাথায় বাড়িতে বোমাবাজি। আতঙ্কিত বীরভূমের কঙ্কালিতলা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান মামন শেখ ও তাঁর পরিবার। শাসক-নেতার অভিযোগ, গতকাল রাত সাড়ে ৮টা নাগাদ ২ জন দুষ্কৃতী বাইকে করে এসে তাঁর বাড়ি লক্ষ্য করে পরপর ২টি বোমা ছোড়ে। এর মধ্যে একটি বোমা ফাটলেও, আরেকটি ফাটেনি। সেই সময় মামন বোলপুরে জেলা পার্টি অফিসে ছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিনিকেতন থানার পুলিশ।
আরও খবর,
বছরের প্রথম রবিবার ঘন কুয়াশা রাজ্যের বিভিন্ন প্রান্তে। আর যার প্রভাব পড়ল গণ পরিবহণ ব্যবস্থাতেও। কুয়াশার কারণে হাওড়া স্টেশনের (Howrah Train Disruption) পূর্ব এবং দক্ষিণ পূর্ব শাখায় ট্রেন চলাচল ব্যাহত। দূরপাল্লার পাশাপাশি লোকাল ট্রেনও দেরিতে চলছে। পূর্ব রেল সূত্রে খবর উত্তর ভারত থেকে হাওড়াগামী ট্রেন গুলিতেই বেশি দেরি। এরমধ্যে ডাউন যোধপুর এক্সপ্রেস ৯ ঘণ্টা, ডাউন রাজধানী এক্সপ্রেস ১০ ঘণ্টা, ডাউন দুন এক্সপ্রেস আড়াই ঘণ্টা, ডাউন কালকা মেল ৫ ঘণ্টা, চম্বল এক্সপ্রেস ৪ ঘণ্টা এবং ডাউন নিউ দিল্লি হাওড়া দুরন্ত এক্সপ্রেস ১২ ঘন্টা দেরিতে চলছে। এছাড়াও ডাউন সরাইঘাট এক্সপ্রেস প্রায় দেড় ঘণ্টা দেরিতে হাওড়া স্টেশনে ঢুকেছে। একই কারণে দক্ষিণ পূর্ব রেলের ডাউন পুরি এক্সপ্রেস, ডাউন চেন্নাই মেল সহ একাধিক দূরপাল্লার ট্রেন দেরিতে আসছে। আজ সকালেও আপ ফলকনামা এক্সপ্রেস এবং আপ ইস্পাত এক্সপ্রেস নির্ধারিত সময়ের দেরিতে ছেড়েছে। দুটি শাখাতেই দৃশ্যমান্যতা কমে যাওয়ার কারণে লোকাল ট্রেন সামান্য দেরিতে যাতায়াত করছে।