West Bengal News: লক্ষ্মী প্রতিমা ভাঙার প্রতিবাদ করায় মারধরের অভিযোগ

Continues below advertisement

ABP Ananda Live: লক্ষ্মী প্রতিমা ভাঙার প্রতিবাদ করায় মারধরের অভিযোগ । ডায়মন্ড হারবারের অতিরিক্ত পুলিশ সুপার (জোনাল) মিতুন দে-কে নিশানা শুভেন্দু অধিকারীর। ভিডিও পোস্ট করে অতিরিক্ত পুলিশ সুপার (জোনাল) মিতুন দে-কে শাস্তি দেওয়ার হুঁশিয়ারি এক ব্যক্তিকে চড় মারার ভিডিও পোস্ট করে মিতুন দে-কে 'ভাইপোর পুলিশ অফিসার' বলে কটাক্ষ। 'গত ৮ বছর ধরে ডায়মন্ড হারবারেই বহাল রয়েছেন মিতুন দে'। 'যাঁর মূল লক্ষ্য হল ডায়মন্ড হারবারকে মিনি পাকিস্তানে পরিণত করা'। 'গতকাল বজবজের বাওয়ালিতে লক্ষ্মী প্রতিমা ও মণ্ডপ ভাঙচুরের প্রতিবাদ করছিলেন পুজো উদ্যোক্তারা'। 'মিতুন দে প্রতিবাদীদের মারধর শুরু করেন'। 'মিতুন দে যদি মনে করেন স্ট্রিট ফাইট করবেন, তার আগে পুলিশের পোশাক খুলে রাখুন'। 'আপনার সুরক্ষায় থাকা পুলিশ কর্মীদেরও যেন সরিয়ে দেওয়া হয়' 'রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে বলছি, আইন অনুযায়ী এই ব্যক্তির শাস্তির যথাযথ ব্যবস্থা করব'। 'এই ব্যক্তি পুলিশ অফিসার হিসেবে কাজের যোগ্য নয়'। 'এখনই তাঁকে সাসপেন্ড করা উচিত'। সোশাল মিডিয়ায় পোস্ট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram