
BJP News : RSS-এর দু'দিন ব্যাপী বিশেষ সমন্বয় বৈঠকের পর বিশেষ চা-চক্রে বিজেপির হেভিওয়েটরা
ABP Ananda LIVE : মিশন ২৬, বিজেপির হয়ে এবার আসরে RSS? বঙ্গে বিজেপির জন্য় রাজনৈতিক জমি তৈরি করতে কি সক্রিয় হচ্ছে RSS? উলুবেড়িয়ায় RSS-এর দু'দিন ব্যাপী বিশেষ সমন্বয় বৈঠক। RSS-এর সমন্বয় বৈঠকে বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বের উপস্থিতি। গত মাসে ১১ দিনের জন্য রাজ্য সফরে এসেছিলেন সরসঙ্ঘচালক মোহন ভাগবত। চা চক্রে একত্রে বৈঠক করতে দেখা গেল দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, সুনীল বনশল, সতীশ ধন, অমিতাভ চক্রবর্তীদের। বঙ্গ বিজেপির এই চা চক্র ঘিরে ব্যাপক জল্পনা রাজনৈতিক মহলে।
HS Exam 2025: কাল শুরু উচ্চমাধ্যমিক; একগুচ্ছ নিয়মবিধি সংসদের, হেল্পলাইন নম্বর চালু পুলিশের
কাল থেকে শুরু হচ্ছে এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা। তার আগে একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। পাশাপাশি পরীক্ষার্থীদের স্বার্থে হেল্পলাইন নম্বর চালু করেছে পুলিশ।
আগামীকাল ৩ মার্চ থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা শেষ হবে ১৮ মার্চ। এদিন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভর্মা জানিয়েছেন, 'কাল শুরু উচ্চমাধ্যমিক, রাস্তায় যথেষ্ট পরিমাণে পুলিশ থাকবে, পডুয়াদের কোনও অসুবিধা হবে না। কাল কিছু রাজনৈতিক দলের কর্মসূচি আছে। রাজনৈতিক কর্মসূচির কারণে পড়ুয়াদের যাতে কোনও অসুবিধা না হয়, তার দায়িত্ব পুলিশের। উচ্চমাধ্যমিক পড়ুয়ারা অসুবিধায় পড়লে হেল্পলাইন নম্বর ৯৪৩২৬ ১০০৩৯। যে সব রাজনৈতিক দল কাল কর্মসূচি রেখেছেন, তাঁরা যেন পড়ুয়াদের কথা মাথায় রাখে। কোনও অবস্ট্রাকশন হলে অ্যাকশন নেওয়া হবে।'' শুধু কলকাতাই নয়, রাজ্য পুলিশের পক্ষ থেকেও জানানো হয়েছে,কোনও অসুবিধায় পড়লে ১০০ নম্বরেও ডায়াল করতে পারবে উচ্চমাধ্যমিক পড়ুয়ারা।