TMC News: ৬ কেন্দ্রের উপনির্বাচনে ক্লিন বোল্ড বিজেপি, কোন অঙ্কে বাজিমাত শাসক দলের?
ABP Ananda Live: হাড়োয়া থেকে মাদারিহাটে জয়জয়কার তৃণমূলের, নেপথ্যে কোন রাজনৈতিক অঙ্ক? উপনির্বাচনে রাজ্যের ছয়টি আসনেই জিতল তৃণমূল। ধুয়ে মুছে সাফ বিরোধীরা। কোন অঙ্কে বাজিমাত শাসক দলের? ৬ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ক্লিন বোল্ড বিজেপি। অন্যদিকে, একই পিচে মারকাটারি ব্যাটিং করল তৃণমূল। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের ২টি আসনে ১ লক্ষেরও বেশি ভোটে জিতল বাংলার শাসকদল। কোচবিহারের সিতাই বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায় জিতলেন ১ লক্ষ ৩০ হাজার ৬৩৬ ভোটে। এই আসনে তৃণমূলের প্রাপ্ত ভোট ১ লক্ষ ৬৫ হাজার ৯৮৪। বিজেপি প্রার্থী দীপককুমার রায় পেয়েছেন ৩৫ হাজার ৩৪৮টি ভোট। একুশের বিধানসভা ভোটে সিতাই কেন্দ্রে তৃণমূল প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়ার জয়ের ব্যবধান ছিল ১০ হাজার ১১২। ২৪-এর লোকসভা নির্বাচনে সিতাই কেন্দ্রে প্রায় ২৯ হাজার ভোটে এগিয়েছিল তৃণমূল। সেই ব্যবধানই উপনির্বাচনে গিয়ে দাঁড়াল লক্ষাধিকে।