WB News : SIR-র কাজের জন্য BLO হিসাবে প্রাথমিক শিক্ষকদের নিয়োগে কোনও বাধা নেই, জানাল কলকাতা হাইকোর্ট
ABP Ananda LIVE : SIR-র কাজের জন্য BLO হিসাবে প্রাথমিক শিক্ষকদের নিয়োগে কোনও বাধা নেই, জানাল কলকাতা হাইকোর্ট ।প্রাথমিক শিক্ষকদের একাংশের দায়ের করা মামলায় হস্তক্ষেপ করলেন না বিচারপতি অমৃতা সিনহা।আইনে এই কাজ করার ক্ষেত্রে কোনও বাধা নেই, জানালেন বিচারপতি অমৃতা সিনহা।রবিবার কাজ করতে অসুবিধা কোথায়?, প্রশ্ন বিচারপতির ।
আরও খবর...
ভোটার তালিকায় কারচুপি, তথ্য যাচাই না করেই ভোটার লিস্টে ১০২ জনের নাম!
আবছা আধার ও প্যান কার্ড ব্যবহার করে ভোটার তালিকায় কারচুপির খবর এল প্রকাশ্যে! তথ্য যাচাই না করেই ভোটার লিস্টে ১০২ জনের নাম তুলে দেওয়া হয়েছে বলে খবর। কমিশনের কাঠগড়ায় এবার নন্দকুমার ও রাজারহাট-গোপালপুরের ERO। তালিকায় অস্তিত্বহীন ভোটার! কমিশন সূত্রে জানানো হয়েছে, অসঙ্গতির কথা স্বীকার করেছেন ২ ERO। এর আগে ২ ERO-কে তলব করেছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক। কমিশন সূত্রে আরও জানানো হয়েছে, ''তথ্য যাচাইয়ের জন্য BLO-দের পাঠানোই হয়নি। তথ্য যাচাই না করেই ভোটার লিস্টে ১০২ জনের নাম। নন্দকুমারের ভোটার লিস্টে ৫৯ জন অস্তিত্বহীন ভোটারের নাম। রাজারহাট-গোপালপুরের ভোটার লিস্টে ৪৩ জন অস্তিত্বহীন ভোটারের নাম।''