ABP News

Cyber Scam : 'সাইবার প্রতারণায় ধৃত ৩ জামতাড়া গ্যাংয়ের সদস্য !', চাঞ্চল্যকর রিপোর্ট পেশ ADG-র

Continues below advertisement

ABP Ananda LIVE : সাইবার প্রতারণায় ৩ জনকে গ্রেফতার'। 'ধৃতরা জামতাড়া গ্যাংয়ের সঙ্গে যুক্ত'। 'ঝাড়খণ্ড লাগোয়া এলাকা থেকে সাইবার প্রতারণায় অভিযুক্ত ৪৬ জনকে গ্রেফতার করা হয়েছে'। 'ছোট ছোট গ্যাংয়ে ভাগ করে কাজ করত'। '৮৪টি ফোন, ৮৪টি সিম কার্ড, ১০০-র বেশি ডেবিট ও ক্রেডিট কার্ড উদ্ধার করা হয়েছে'। 'বহু অত্যাধুনিক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে'। 'জামতাড়া থেকে এসে পাশ্ববর্তী এলাকায় ঘাঁটি গেড়ে প্রতারণার পর ফিরে যায়'। 

Aparajita Bill: ধর্ষণে কঠোর শাস্তির দাবি, অপরাজিতা বিল এখনও আটকে, দ্রুত কার্যকর করতে রাষ্ট্রপতির দ্বারস্থ তৃণমূল

অপরাজিতা বিল কার্যকর করাতে এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হল তৃণমূল। আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় সাড়া পড়ে যায় গোটা দেশে। এর পরই রাজ্য বিধানসভায় ধর্ষণ বিরোধী ‘অপরাজিতা উইমেন অ্যান্ড চাইল্ড বিল ২০২৪’ পেশ হয়। বিধানসভায় বিল পাস হওয়ার পর তা এখন রাষ্ট্রপতির অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সেই নিয়েই লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাষ্ট্রপতি ভবনে পৌঁছয় তৃণমূলের প্রতিনিধি দল। (Aparajita Bill)

বৃহস্পতিবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করে তৃণমূল সাংসদদের ১১ জনের প্রতিনিধিদল। সুদীপ বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ও’ ব্রায়েন ছাড়া  দলে তৃণমূলের নয়জন মহিলা সাংসদ। এ নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছেন বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য। তাঁর বক্তব্য, "বিজেপি-ও চায় কঠোর শাস্তি হোক। যেখানে সরকারই প্রমাণ লোপাট করছে, সেখানে কঠোর আইনের বাস্তবায়ন সম্ভব নয়।" (Droupadi Murmu)

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram