Cyber Fraud : বিভিন্ন বিমা সংস্থার নামে ৯০ লক্ষের সাইবার 'প্রতারণা',কোচবিহারে গ্রেফতার অভিযুক্ত

ABP Ananda LIVE : ৯০ লক্ষের সাইবার 'প্রতারণা', কোচবিহার পুলিশের হাতে গ্রেফতার।২টি সাইবার প্রতারণা মামলায় উত্তর ২৪ পরগনার যুবক গ্রেফতার ।বিভিন্ন বিমা সংস্থার নাম করে ৯০ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ। ২০২২, ২০২৪-লক্ষ লক্ষ টাকার সাইবার প্রতারণার অভিযোগে মামলা। জোড়া প্রতারণার মামলায় সঞ্জয় কুমার ধর নামে এক যুবক গ্রেফতার। ধৃতের অ্যাকাউন্টে মিলেছে ৩ কোটিরও বেশি, দাবি পুলিশ সূত্রে । ১ কোটি ৩০ লক্ষ টাকা পাইয়ে দেওয়ার নাম করে টাকা আদায়ের অভিযোগ । লক্ষ লক্ষ টাকার সাইবার 'প্রতারণা', উঃ ২৪ পরগনার মোহনপুর থেকে গ্রেফতার। 

 

Jadavpur Students Death:'দুই কনুইয়ে ছড়ে যাওয়ার দাগ, প্ল্যান করেই মারা হয়েছে', দাবি পরিবারের, যাদবপুরে ছাত্রীর রহস্যমৃত্যুতে খুনের মামলা দায়ের!

কীভাবে জলে ডুবে গেলেন যাদবপুরের ছাত্রী? একাই গিয়েছিলেন? নাকি অন্য কেউ সঙ্গে ছিল? ইংরেজি অনার্সের তৃতীয় বর্ষের পড়ুয়া অনামিকা মণ্ডলের মৃত্যু ঘিরে উঠে আসছে এরকম একাধিক প্রশ্ন। যাদবপুরে ছাত্রীর রহস্যমৃত্যু নিয়েই এবার খুনের মামলা দায়ের করল লালবাজার। কীভাবে জলে পড়ে গেলেন অনামিকা? যাদবপুরের ৩ ছাত্রকে তলব। 

কীভাবে মৃত্যু হল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি অনার্সের তৃতীয় বর্ষের পড়ুয়া অনামিকা মণ্ডলের? পড়ে গিয়ে জলে ডুবে মৃত্যু? নাকি কেউ তাঁকে ঠেলে জলে ফেলে দিয়েছিল? মৃতের পরিবার খুনের অভিযোগ তুলেছে। সমস্ত সম্ভাবনাই খতিয়ে দেখতে অনামিকার মোবাইল ফোন হেফাজতে নিয়েছে পুলিশ। দেখা হচ্ছে মোবাইলে কার সঙ্গে শেষ কথা বলেছিলেন অনামিকা? কেউ কি তাঁকে ডেকে নিয়ে গেছিল? যাদবপুরের ছাত্রীর মৃত্যুতে এখনও পরতে পরতে রহস্য। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola