D Bapi Biriyani:আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানোর অভিযোগ, গ্রেফতার হলেন D বাপি বিরিয়ানির অন্যতম কর্ণধার

ABP Ananda Live: অস্ত্র আইনে গ্রেফতার হলেন D বাপি বিরিয়ানির অন্যতম কর্ণধার ও উত্তর ২৪ পরগনার মোহনপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য অনির্বাণ দাস। গুদাম মালিককে মারধর ও আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানোর অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অনির্বাণের নিরাপত্তা রক্ষীর খোঁজ চলছে। মধ্যমগ্রামের বাদামতলার বাসিন্দা ও পুরসভার কর্মী বিশ্বজিৎ দত্তর সঙ্গে গুদাম ভাড়া নিয়ে ১১ মাসের চুক্তি হয় D বাপি বিরিয়ানির অন্যতম কর্ণধার অনির্বাণ দাসের। অভিযোগ, চুক্তি শেষ হয়ে যাওয়ার পরেও ঘর ছাড়ছিলেন না তিনি। গুদামের মালিককে মারধর ও নিরাপত্তা রক্ষীর আগ্নেয়াস্ত্র নিয়ে ভয় দেখান অনির্বাণ। মধ্যমগ্রাম থানায় অভিযোগ দায়ের হয়। D বাপি বিরিয়ানির অন্যতম মালিক ও তৃণমূল নেতাকে গ্রেফতার করে পুলিশ। ২ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বারাসাত আদালত।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola