Deganga News : বাড়ির মহিলাদের মা বলে সম্বোধন করে আগ্নেয়াস্ত্র দেখিয়ে পরপর দুটি বাড়িতে ডাকাতি

Continues below advertisement

ABP Ananda LIVE : দেগঙ্গায় ভরসন্ধেয় বাড়িতে ঢুকে ডাকাতি। বাড়ির মহিলাদের মা বলে সম্বোধন করে ভেতরে ঢুকে লুঠপাট চালায় দুষ্কৃতীরা। আগ্নেয়াস্ত্র দেখিয়ে পরপর দুটি বাড়িতে ডাকাতির ঘটনা।

ফের ফিরহাদ হাকিমের গলায় শোনা গেল 'অ্যাক্ট নাও'। তবে এবার আর পুলিশ নয়, কলকাতার মেয়র এবার কাজ করার বার্তা দিলেন পুরসভার আধিকারিকদের। এদিন 'টক টু মেয়র' অনুষ্ঠানে এক মহিলা ফোন করে হাইকোর্টের নির্দেশের পরেও বেআইনি নির্মাণ না ভাঙা নিয়ে অভিযোগ জানান। তারপরেই কড়া বার্তা দেন ফিরহাদ হাকিম। রাজ্যে বিধানসভা উপনির্বাচনেও জয়ের ধারা অব্যাহত রইল তৃণমূলের। এবার মাদারিহাট আসনও হাতছাড়া হল বিজেপির। পদ্ম-প্রার্থীকে হারিয়ে উত্তরবঙ্গের আরও একটি আসনে জয়ধ্বজা ওড়াল রাজ্যের শাসকদল। শুধু তাই নয়, লোকসভা ভোটের তুলনায় বাড়ল জয়ের ব্যবধানও। ১০ ঘণ্টার অপারেশন, বেলুড়ের অপহৃত ব্যবসায়ী ও তাঁর ভাইকে মুর্শিদাবাদের ফরাক্কার একটি হোটেল থেকে উদ্ধার করল হাওড়া সিটি পুলিশ। ৫ জন অপহরণকারীকেও গ্রেফতার করা হয়েছে। ধৃতরা নদিয়া ও মালদার বাসিন্দা। বেলুড়ের ভোটবাগানের বাসিন্দা ছাঁট লোহার ব্যবসায়ী ও তাঁর ভাই ব্যবসার কাজে বৃহস্পতিবার নদিয়ায় যান। অভিযোগ, সেখান থেকে তাঁদের অপহরণ করা হয়। ব্যবসায়ীর পরিবারকে ফোন করে সাড়ে ৫ কোটি টাকা মুক্তিপণ চায় অপহরণকারীরা। মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে পুলিশ প্রথমে নদিয়ায় যায়। তার আগেই ব্য়বসায়ী ও তাঁর ভাইকে নিয়ে অপহরণকারীরা ফরাক্কায় রওনা দেয়। সেখান থেকেই পরে অপহৃতদের উদ্ধার করে পুলিশ। ব্যবসায়িক শত্রুতার কারণেই অপহরণ বলে প্রাথমিক অনুমান পুলিশের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram