Dengue News : শীতের শুরুতে রাজ্যে ঝড়ের গতিতে বাড়ছে ডেঙ্গি, দু’ সপ্তাহে আক্রান্ত প্রায় ৪ হাজার

Continues below advertisement

ABP Ananda LIVE : শীতের শুরুতে রাজ্যে ঝড়ের গতিতে বাড়ছে ডেঙ্গি। দু’ সপ্তাহে নতুন করে আক্রান্ত প্রায় ৪ হাজার।স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরে ১৮ নভেম্বর পর্যন্ত রাজ্যে ডেঙ্গিতে আক্রান্ত ২৭ হাজার ১৪২ জন।পরিসংখ্যান বলছে, সেপ্টেম্বরে সবথেকে বেশি ৭ হাজার ১৯৯ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন।চলতি মাসের ১৮ তারিখ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৪২৩।সরকারি তথ্য অনুযায়ী, ডেঙ্গি আক্রান্তের তালিকায় শীর্ষে রয়েছে মুর্শিদাবাদ, আক্রান্ত ৫ হাজার ১৪৭ জন।দ্বিতীয় মালদা, আক্রান্তের সংখ্যা ২ হাজার ৩৩৩।তিন নম্বরে উত্তর ২৪ পরগনা, আক্রান্ত ২ হাজার ২৭৮।ডেঙ্গি আক্রান্তের তালিকায় কলকাতা রয়েছে ষষ্ঠ স্থানে, আক্রান্ত ৯৭৩ জন।

সপ্তাহের শেষদিন রবিবার কলকাতার আকাশ পরিষ্কার থাকার কথা। তাপমাত্রাও প্রায়ই একই থাকবে (Kolkata Weather)। 

আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি সেলসিয়াস কম। সর্বনিম্ন ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৫ ডিগ্রি সেলসিয়াস কম। বৃষ্টি হয়নি। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন ১৮ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার সকাল সাড়ে আটটা থেকে শনিবার সকাল সাড়ে আটটা পর্যন্ত শহরে বৃষ্টি হয়নি। এই সময়ে আকাশে আর্দ্রতার পরিমাণ ছিল ৭২ শতাংশ। আর শনিবার বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত ছিল ৬৭ ডিগ্রি সেলসিয়াস। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram