Durgapur News : নিয়ন্ত্রণ হারিয়ে উড়ালপুলের ডিভাইডারের ওপর উঠে গেল মালবোঝাই ট্রাক

Continues below advertisement

ABP Ananda LIVE : নিয়ন্ত্রণ হারিয়ে ১৯ নম্বর জাতীয় সড়কে উড়ালপুলের ডিভাইডারের ওপর উঠে বিপজ্জনকভাবে ঝুলছিল ট্রেলারের একাংশ। কেবিনে আটকে পড়েন চালক ও খালাসি। ট্রেলারে ছিল মাটির নীচে পাতার কেবল। ওজন বেশি থাকায়, উড়ালপুল থেকে নীচে পড়ে যায়নি ট্রেলার। অল্পের জন্য প্রাণে বেঁচে যান চালক ও খালাসি। গতকাল রাত ১২টা নাগাদ দুর্গাপুর শহরের DVC মোড়ে
দুর্ঘটনা ঘটে। বাঁকুড়ার দিক থেকে আসা পণ্যবোঝাই ট্রেলারের একাংশ উড়ালপুলের রেলিং ভেঙে ডিভাইডারের ওপরে উঠে ঝুলতে থাকে। পুলিশ গিয়ে চালক ও খালাসিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। চালক ঘুমিয়ে পড়েছিলেন, নাকি বেপরোয়া গতি, কী কারণে দুর্ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।

সপ্তাহের শেষদিন রবিবার কলকাতার আকাশ পরিষ্কার থাকার কথা। তাপমাত্রাও প্রায়ই একই থাকবে (Kolkata Weather)।  আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি সেলসিয়াস কম। সর্বনিম্ন ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৫ ডিগ্রি সেলসিয়াস কম। বৃষ্টি হয়নি। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন ১৮ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার সকাল সাড়ে আটটা থেকে শনিবার সকাল সাড়ে আটটা পর্যন্ত শহরে বৃষ্টি হয়নি। এই সময়ে আকাশে আর্দ্রতার পরিমাণ ছিল ৭২ শতাংশ। আর শনিবার বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত ছিল ৬৭ ডিগ্রি সেলসিয়াস।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram