ED Raid : ED-র স্ক্যানারে ৫০০টি ভারতীয় পাসপোর্ট। পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য

ABP Ananda Live : পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য, ED-র স্ক্যানারে ৫০০টি ভারতীয় পাসপোর্ট। পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য। এবার ED-র স্ক্যানারে ৫০০টি ভারতীয় পাসপোর্ট। ED সূত্রে খবর, এই পাসরপোর্টগুলি জাল হয়ে থাকতে পারে। তাই পাসপোর্টের জন্য কোন কোন নথি জমা দেওয়া হয়েছিল? পুলিশ ভেরিফিকেশন হয়েছিল কি না? পুলিশ কী রিপোর্ট জমা দিয়েছিল? এসব জানতে পাসপোর্ট অফিসে ৫০০টি ভারতীয় পাসপোর্টের তালিকা পাঠিয়েছে ED. তদন্তকারীদের সন্দেহ, কলকাতা থেকেই বানানো হয়েছিল এই সমস্ত পাসপোর্ট।

 

মুর্শিদাবাদের সংঘর্ষে মৃতের পরিবারের লোকজনের উপর পুলিশি হয়রানির অভিযোগ

মুর্শিদাবাদের সংঘর্ষে মৃতের পরিবারের লোকজনের উপর পুলিশি হয়রানির অভিযোগ। সল্টলেকে যেখানে তারা আশ্রয় নিয়েছিল সেখানে সকাল থেকেই পুলিশ এসে চড়াও হয় বলে দাবি বিজেপির। গতকাল থেকে বিজে ব্লকের একটি বাড়িতে আশ্রয় নেই মৃত হরো গোবিন্দ দাসের পরিবারের লোকজন।  অভিযোগ মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানায় একটি অপহরণের অভিযোগ করে পরিবারের অন্য এক সদস্য। সেই অভিযোগের ভিত্তিতে এদিন তদন্তের আসে পুলিশ। দুই নাবালক সহ এখানে আশ্রয় নেওয়া মোট 7 জনের পরিচয় এবং বয়ান রেকর্ড করে তদন্তকারীরা।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola