MD Salim : ২৭-তম রাজ্য সম্মেলনের প্রথম দিনে জোরকদমে প্রস্তুতির ডাক দিলেন মহম্মদ সেলিম
ABP Ananda LIVE : গ্রামে গিয়ে কাজ করুন। গরিব মানুষদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করুন। গ্রামে না গেলে সংগঠন মজবুত করা সম্ভব নয়। সিপিএমের রাজ্য সম্মেলনের উদ্বোধনী ভাষণে বললেন প্রকাশ কারাত। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। ২৭-তম রাজ্য সম্মেলনের প্রথম দিনে জোরকদমে সেই প্রস্তুতিতে নেমে পড়ার ডাক দিলেন মহম্মদ সেলিম। সিপিএমের রাজ্য সম্মেলন নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল ও বিজেপি।
West Bengal News Live: জাল ওষুধ তৈরি হচ্ছে কোথায়? কোথায় কোথায় গড়ে উঠেছে মারণ ওষুধের কারখানা?
ভবানীপুর থেকে আমতা, সরকারি দফতরের অভিযানে জাল ওষুধের গোডাউন তো সামনে আসছে। কিন্তু জাল ওষুধ তৈরি হচ্ছে কোথায়? কোথায় কোথায় গড়ে উঠেছে মারণ ওষুধের কারখানা? রাজ্য ড্রাগ কন্ট্রোল সূত্রে খবর, এবার তার সন্ধানেই অভিযানে নামতে চলেছে তারা। কোন কোন ডিস্ট্রিবিউটরের কাছে জাল ওষুধ পৌঁছেছে, আমতা থেকে ধৃত ওষুধ ব্যবসায়ীকে জেরা করে তাও জানার চেষ্টা চলছে।