WB News: মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা হলেন বাম আমলের প্রাক্তন মন্ত্রী আব্দুস সাত্তার

ABP Ananda Live: মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা হলেন বাম আমলের প্রাক্তন মন্ত্রী আব্দুস সাত্তার। সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা সংক্রান্ত বিষয়ে মুখ্যমন্ত্রীকে প্রয়োজনীয় পরামর্শ দেবেন আব্দুস সাত্তার। রাজ্যের মন্ত্রীর সমমর্যাদাসম্পন্ন পদ পেলেন আব্দুস সাত্তার। প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে মন্ত্রিসভার সদস্য ছিলেন, আমডাঙার প্রাক্তন সিপিএম বিধায়ক আব্দুস সাত্তার। পরে প্রদেশ কংগ্রেসের সহ সভাপতি হন আব্দুস সাত্তার। সেই পদ থেকে পদত্যাগ করেন আব্দুস সাত্তার। এবার মুখ্যমন্ত্রী মুখ্য উপদেষ্টা হলেন আব্দুস সাত্তার। 

আরও খবর, সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল আর জি কর-শুনানি। রাষ্ট্রপতি ভবনের অনুষ্ঠানে প্রধান বিচারপতি। প্রথম মামলা হিসেবে আজ সকালে শুনানি। আর জি কর-কাণ্ডে এবার মুখ খুললেন শোভনদেব। 'ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট দেখেছিলাম। দেখে চমকে উঠেছি...', মন্তব্য শোভনদেবের ।  স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ থেকে সরানোর পরেও কীভাবে ওয়েবসাইটে সুহৃতা পালের ছবি? প্রশ্ন জুনিয়র ডাক্তারদের। পরপর সরকারি হাসপাতাল ঘুরে মুখ্যমন্ত্রীর বাড়িতে পরিজনরা। তাও বাঁচানো গেল না রোগীকে। সার্জারিতে পাঠানোর সময় হৃদরোগে মৃত্যু, দাবি এসএসকেএমের। নামেই সেন্ট্রাল রেফারেল সিস্টেম। টানা আন্দোলনের পরেও হয়রানি। এসএসকেএম, এনআরএস, কলকাতা মেডিক্যাল ঘুরে এসএসকেএমে আনার পরে মৃত্যু।  সঞ্জয়ের পরে আরেক সিভিক ভলান্টিয়ারের কীর্তি! মালদায় বধূকে ধর্ষণ, মামলা তুলতে হামলা! পুলিশের বিরুদ্ধেও থানায় বসিয়ে রাখার অভিযোগ! দিকে দিকে নারী নির্যাতন। তারাপীঠে ব্ল্যাকমেল করে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ২ নাবালক। নরেন্দ্রপুরেও নির্যাতন, জালে ২ অভিযুক্ত, ফেরার আরও ২।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola