WB News : গোয়ালপোখরের পাঞ্জিপাড়ায় পুলিশকে লক্ষ্য করে গুলি! কী বললেন আক্রান্তের পরিবারের লোক ? দেখুন
ABP Ananda LIVE : ABP Ananda LIVE : গোয়ালপোখরে গুলিবিদ্ধ ২ পুলিশকর্মী। আসামীকে জেলে ফেরানোর সময় হামলা! ইসলামপুর কোর্ট থেকে রায়গঞ্জ ফেরার সময় শ্যুটআউট। রাস্তায় পুলিশের গাড়ি থামতেই এলোপাথাড়ি গুলি! গোয়ালপোখরের পাঞ্জিপাড়ায় পুলিশকে লক্ষ্য করে গুলি! বাংলায় বেপরোয়া দুষকৃতী-রাজ। প্রকাশ্য রাস্তায় ফিল্মি কায়দায় পুলিশের ওপর হামলা। পুলিশকে গুলি করে এক আসামি ছিনতাই। কী বললেন আক্রান্তের পরিবারের লোক ? দেখুন।
North Dinajpur News: এবার গোয়ালপোখরে পুলিশের ওপর হামলা, গুলি করে এক আসামি ছিনতাই
গল্ফগ্রিনের রাজেন্দ্র প্রসাদ কলোনিতে খুন হয়েছেন এক মহিলা। খাটের নিচ থেকে মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, নিহত মহিলার শরীরে ধারাল অস্ত্রের আঘাত রয়েছে। কীভাবে ওই মহিলা খুন হলেন, কেনই বা তাঁকে এরকম নৃশংস ভাবে হত্যা করা হল, এর পিছনে কে বা কারা যুক্ত, কী কারণ রয়েছে- সব খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। দেহ উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তে। ঘটনাস্থলে আনা হয়েছে স্নিফার ডগ এবং ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টদেরও। যে ফ্ল্যাটে খুন হয়েছেন মহিলা, সেখানে ইতিমধ্যেই স্নিফার ডগ দিয়ে তল্লাশি চালানো হয়েছে। নমুনা সংগ্রহ করেছেন ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টরাও। এ হেন ঘটনায় আতঙ্কে এলাকাবাসী।