West Bengal News : পুলিশকে গুলি করে এক আসামি ছিনতাই ! গোয়ালপোখরে উত্তেজনা !
ABP Ananda LIVE : গোয়ালপোখরে গুলিবিদ্ধ ২ পুলিশকর্মী। পুলিশকে গুলি করে এক আসামি ছিনতাই করা হয়েছে বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, ২ আসামিকে জেলে ফেরানোর সময় হামলা চালানো হয়। গুলিবিদ্ধ ২ পুলিশকর্মীকে নিয়ে যাওয়া হয়েছে ইসলামপুর হাসপাতালে।
ফিল্মি কায়দায় পুলিশকে লক্ষ্য করে শ্যুটআউট। কোর্ট থেকে ফেরার সময় এক আসামিকে ছিনতাই করে নিয়ে গেল দুষ্কৃতীরা। বুধবারের ঘটনাস্থল, উত্তর দিনাজপুরের গোয়ালপোখর। স্থানীয় বাসিন্দাদের দাবি, পাঞ্জিপাড়ায় ৩১ নম্বর জাতীয় সড়কের ওপর তখন সবেমাত্র এসে দাঁড়িয়েছে পুলিশের একটি প্রিজন ভ্যান। সূত্রের দাবি, দরজা খুলতেই নেমে আসেন দুই পুলিশ কর্মী ও একজন আসামি। আর তারা নামামাত্রই এলোপাথাড়ি গুলি চলতে শুরু করে। গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন দুই পুলিশ কর্মী। আর সেই সুযোগেই পালিয়ে যায় আসামি। তারপর রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকা পুলিশকর্মীদের স্থানীয়দের সহায়তায় নিয়ে যাওয়া হয় হাসপাতালে।