ABP News

WB News : মুখ্যমন্ত্রী কালীঘাট থেকে আসামি ছাড়িয়ে এনেছিলেন, দুষ্কৃতীরা অনুপ্রাণিত হয়েছে : সৌম্য আইচ

Continues below advertisement

ABP Ananda LIVE : গোয়ালপোখরে গুলিবিদ্ধ ২ পুলিশকর্মী। আসামীকে জেলে ফেরানোর সময় হামলা! ইসলামপুর কোর্ট থেকে রায়গঞ্জ ফেরার সময় শ্যুটআউট। রাস্তায় পুলিশের গাড়ি থামতেই এলোপাথাড়ি গুলি! গোয়ালপোখরের পাঞ্জিপাড়ায় পুলিশকে লক্ষ্য করে গুলি! বাংলায় বেপরোয়া দুষকৃতী-রাজ। প্রকাশ্য রাস্তায় ফিল্মি কায়দায় পুলিশের ওপর হামলা। পুলিশকে গুলি করে এক আসামি ছিনতাই। 'মুখ্যমন্ত্রী দুষ্কৃতীদের অনুপ্রেরণা দেওয়াতেই এই বাড়বাড়ন্ত', আক্রমণ সুকান্তর। 'বাংলায় খুন-ধর্ষণের রাজনীতির উত্তরণ হচ্ছে।  অপরাধীরা আর পুলিশ প্রশাসনকে ভয় পায় না। এরা অনুপ্রাণিত হয়েছে যেদিন আপনি কালীঘাট থানা থেকে আসামি ছাড়িয়ে নিয়েছিলেন', মমতা কে আক্রমণ সৌম্য আইচের।

WB News Updates: বিপদ বাড়ছে বাঘাযতীনের বিদ্যাসাগর কলোনির বাসিন্দাদের

বিপদ বাড়ছে বাঘাযতীনের বিদ্যাসাগর কলোনির বাসিন্দাদের। তাঁদের অভিযোগ, আরও হেলে পড়ছে বহুতল। ফলে আশেপাশের বাসিন্দারা আতঙ্কিত। যে কোনও মুহূর্তে চারতলা বহুতল হুড়মুড়িয়ে ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। গতকাল থেকেই বহুতল ভেঙে ফেলার কাজ শুরু করেছে কলকাতা পুরসভা। পাশের বাড়ির মালিকের আশঙ্কা, তাঁর বাড়িও ক্ষতিগ্রস্ত হতে পারে। বহুতলের বাসিন্দাদের দাবি, ২০১৩ সালে ফ্ল্যাট হস্তান্তরের ৫-৬ বছর পর সমস্যা শুরু হয়। প্রোমোটার সম্প্রতি হরিয়ানার সংস্থার সঙ্গে যোগাযোগ করে বহুতল সোজা করার কাজ করাচ্ছিলেন। স্থানীয়দের দাবি, জলাজমি বুজিয়ে বহুতল তৈরির পাশাপাশি, পুরসভার অনুমতি ছাড়াই তিনতলা ফ্ল্যাটবাড়ি চারতলা করা হয়েছিল। সেই কারণেই বিপত্তি। পলাতক প্রোমোটার সুভাষ রায়, ফ্ল্যাটের মালিক এবং হরিয়ানার সংস্থার বিরুদ্ধে নেতাজিনগর থানায় অভিযোগ দায়ের হয়েছে।  

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram