WB News: আন্তঃরাজ্য শিশুপাচার চক্র পর্দাফাঁসের ঘটনায় নতুন তথ্য়

Continues below advertisement

ABP Ananda Live: আন্তঃরাজ্য শিশুপাচার চক্র পর্দাফাঁসের ঘটনায় নতুন তথ্য়। 'সোশাল মিডিয়ায় চাইল্ড অ্য়াডাপশন গ্রুপ বলে একটি গ্রুপ খোলা হয়'। তার মাধ্য়মে শিশু পাচার চক্র চালাত চক্রের পাণ্ডারা, তদন্তে নেমে দাবি সিআইডি-র। সিআইডি সূত্রে দাবি, বেআইনিভাবে বাচ্চা নিতে যাঁরা ইচছুক তাঁরা অ্যাড হতে আবেদন জানাতেন এই গ্রুপে । 'আবেদনের ভিত্তিতে যাচাই করার পর তাঁদের গ্রুপে অ্য়াড করা হত'। 'আবেদনকারীরা বিশ্বাসযোগ্য়তা অর্জন করতে পারলে তাঁদের হোয়াটসঅ্য়াপ নম্বর দেওয়া হত'। 'তারপর আবেদনকারীদের তথ্য় যাচাইয়ের প্রক্রিয়া হত, আবেদনকারীদের সঙ্গে টাকার ডিল হত'। সিআইডি সূত্রে দাবি, এই হোয়াটসঅ্য়াপ গ্রুপে ছিলেন বিভিন্ন রাজ্য়ের শিশু পাচার চক্রের সঙ্গে যুক্তরা।

আরও খবর, এবার এন্টালিতে মহিলার বাড়িতে চড়াও হওয়ার অভিযোগে গ্রেফতার হলেন এক সিভিক ভলান্টিয়ার।অভিযোগকারিণীর পরিবারের দাবি, শনিবার ভোরে তাঁদের ঘরে ঢুকে পড়েন প্রতিবেশী সিভিক ভলান্টিয়ার সন্তোষলাল প্রসাদ। মহিলার চিৎকার শুনে ছুটে আসে আশপাশের লোকজন। ধরে ফেলে সিভিক ভলান্টিয়ারকে। এবারই প্রথম নয়, অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে এরকম অভিযোগ আগেও উঠেছিল। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram