Howrah Shootout: হাওড়ায় কালো টুপি ও কাপড়ে মুখ-মাথা ঢেকে এসে শ্যুটআউট দুষ্কৃতীদের। ABP Ananda Live
Continues below advertisement
West Bengal News: হাওড়ার বাঁকড়ায় শ্যুটআউট (Bakra Shootout), গুলিতে জখম ২। বাঁকড়া ৩ নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসের মধ্যেই চলল গুলি। কালো টুপি ও কাপড়ে মুখ-মাথা ঢেকে এসে হামলা দুষ্কৃতীদের।৫ থেকে ৬ রাউন্ড গুলি চলেছে, দাবি প্রত্যক্ষদর্শীদের। এলাকায় তুমুল উত্তেজনা, তৃণমূল বিধায়কের বিরুদ্ধে স্লোগান স্থানীয়দের। প্রধানের সঙ্গে দেখা করার নামে অফিসে আসে ৩ দুষ্কৃতী। অফিসে ঢোকার মুখে বাধা পেতেই পকেট থেকে আগ্নেয়াস্ত্র বার করে গুলি চালায় দুষ্কৃতীরা। ভয়ের চোটে টেবিলের তলায় লুকিয়ে প্রাণ বাঁচান পঞ্চায়েতের মহিলা প্রধান। গুলি চলতেই সরকারি অফিসে আতঙ্ক, হুড়োহুড়ি। ABP Ananda Live
Continues below advertisement