TMC News: 'ঠুসে দেওয়ার কথা শুনেই তো ভয় পেয়ে গেছে', ফের শুভেন্দুকে নিশানা হুমায়ূন কবীরের

ABP Ananda Live: এখনও 'ঠুসে দেওয়া'র মন্তব্যে অনড় ভরতপুরের তৃণমূল বিধায়ক। 'ঠুসে দেওয়ার কথা শুনেই তো ভয় পেয়ে গেছে'। 'স্পিকারের সচিবালয়ে নিরাপত্তা বাড়ানোর জন্য চিঠি দিচ্ছে'। 'যার দম নেই, সে সেকথা বলে কেন?'। 'গোটা সম্প্রদায়কে আক্রমণ করে কেন?' 'আমাদের সম্প্রদায়ের সব লোক তো এখনও মুখ খোলেনি'।

 

মুখ্য়মন্ত্রীর সঙ্গে বৈঠকে না বিরোধী দলনেতার। ১৯ মার্চ তথ্য কমিশনার নিয়োগ নিয়ে বৈঠক রয়েছে। মুখ্যমন্ত্রী উপস্থিতি থাকছেন বলেই তিনি ওই বৈঠকে যাবেন না শুভেন্দু। আগেই যদিও বৈঠকে না যাওয়ার কথা জানিয়েছিলেন শুভেন্দু। তাঁর বক্তব্য ছিল, "অভয়াকাণ্ডের জন্য দায়ী মুখ্যমন্ত্রী। তিনি কোনও বৈঠকে থাকলে আমি যোগ দেব না।" শুভেন্দু এবার জানিয়েছেন, বিবেকের ডাকে সাড়া দিয়েই বৈঠকে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। (Suvendu Adhikari)

আগামী ১৯ তারিখ রাজ্য তথ্য় কমিশনার নিয়োগের বৈঠক রয়েছে। সেই বৈঠকে নেতৃত্ব দেবেন কমিটির চেয়ারপার্সন মমতা। প্রশাসনিক বৈঠগুলিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত থাকার কথা বিরোধী দলনেতার। ওই বৈঠকে থাকার কথা শোভনদেব চট্টোপাধ্যায়েরও।  কিন্তু মমতার সঙ্গে কোনও বৈঠকে বসবেন না যাবেন না বলে জানিয়ে দিয়েছেন শুভেন্দু। গতকাল রাতেই সেকথা জানিয়েছিলেন, রাজ্যপালকেও নিজের সিদ্ধান্ত জানিয়েছেন তিনি। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola