Illegal Cracker Business: কেন এখনও বেআইনি কারবার বন্ধ করতে তৈরি করা গেল না গ্রিন বাজির ক্লাস্টার?
ABP Ananda Live: রবিবার রাতে বিস্ফোরণে কেঁপে উঠল কোলাঘাটের (Kolaghat) পয়াগ গ্রাম।এই প্রেক্ষাপটেই, বাজি ব্যবসায়ীদেরই একাংশ প্রশ্ন তুলছেন, বছর ঘুরলেও মুখ্যমন্ত্রীর নির্দেশ বাস্তবায়িত হল না কেন? কেন এখনও বেআইনি কারবার বন্ধ করতে তৈরি করা গেল না গ্রিন বাজির ক্লাস্টার?
বেআইনি বাজি কারখানায় মর্মান্তিক মৃত্য়ু নিয়ে বিরোধীদের প্রবল চাপের মুখে ১১ দিন পর আতঙ্কমাখা এগরার খাদিকুলে গিয়ে এমনই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। তারপর বছর ঘুরেছে। এর মধ্য়েই রবিবার রাতে বিস্ফোরণে কেঁপে উঠল কোলাঘাটের পয়াগ গ্রাম।
এই প্রেক্ষাপটেই, বাজি ব্যবসায়ীদেরই একাংশ প্রশ্ন তুলছেন, বছর ঘুরলেও মুখ্যমন্ত্রীর নির্দেশ বাস্তবায়িত হল না কেন? কেন এখনও বেআইনি কারবার বন্ধ করতে তৈরি করা গেল না গ্রিন বাজির ক্লাস্টার? বাজি ব্যবসায়ীদের একাংশের দাবি, খাদিকুলে বিস্ফোরণ, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর গত বছর ৫ অগাস্ট বাজি ব্যবসায়ী, বিশেষজ্ঞ ও অন্যান্যদের নিয়ে বৈঠক করেন মুখ্যসচিব। সেখানেই ঠিক হয়, জেলায় জেলায় সবুজ বাজি তৈরির ক্লাস্টার তৈরি হবে।