
WB News: রামনবমীর কাঁটা IPL-র?পর্যাপ্ত পুলিশ দেওয়া সম্ভব নয় বলে দিন বদল চেয়ে CAB-কে চিঠি লালবাজারের
ABP Ananda Live: রামনবমী নিয়ে রাজ্যে ক্রমশ চড়ছে রাজনীতির পারদ। আর এরই মধ্যে এবার, রামনবমীতে ম্যাচের দিনক্ষণ পরিবর্তন করতে বলে সিএবি-কে অনুরোধ করা হল লালবাজারের তরফে। ওইদিন আইপিএল-এর ম্যাচে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা দেওয়া সম্ভব নয় বলে জানাল লালবাজার। গতবছরের মতো এবছরেও কি রামনবমীর জন্য পরিবর্তন করা হবে আইপিএল-এর ম্যাচের সূচি? চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিসিসিআই।.
এও যেন এক জয়। কিন্তু চোখের জলে। যে জয়ে আনন্দ হয় না, বরং আরও একটু ফাঁকা হয়ে যায় বুকের ভিতরটা, এই অনুভূতি যেন তেমনই। নাহলে কি আর নিজের মেয়ের মৃত্যুর শংসাপত্র কোনও বাবা মায়ের পাওনা হতে পারে? কিন্তু এই শংসাপত্রের জন্যই তো গত কয়েকটা মাস বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছেন হতভাগ্য বাবা মা। আবেদন করেছেন। ঘুরে বেড়াতে হয়েছে বিভিন্ন অফিসে, কিন্তু সুরাহা মেলেনি। অবেশেষে ডেথ সার্টিফিকেট পেল আরজি কর কাণ্ডে প্রয়াত চিকিৎসক তরুণীর পরিবার। সময় লাগল, ৭ মাস।
আর জি কর কাণ্ডে ৭ মাস পর ডেথ সার্টিফিকেট ইস্যু করল স্বাস্থ্য দফতর। ৯ অগাস্ট, ২০২৪, আর জি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ-খুনের সেই ঘটনা আজও ভুলতে পারেনি গোটা দেশ। আর সেই ঘটনায় অভয়া অর্থাৎ নিহত চিকিৎসকের পরিবার মেয়ের ডেথ সার্টিফিকেট পায়নি। মানুষ বিচারের দাবিতে পথে নেমেছে বারে বারেই। গর্জে উঠেছে কলকাতা, বলেছে 'উই ওয়ান্ট জাস্টিজ'। এখনও কলকাতার রাস্তায় রাস্তায় চোখে পড়ে অভয়ার মৃত্যুর প্রতিবাদে মিছিল। তবে সেই মিছিলের রোষ কিছুটা স্থিমিত। কেটে গিয়েছে ৭ মাস। এখনও মেলেনি বিচার।