Arms Recovery : জীবনতলায় কার্তুজ-কাণ্ডে হাসনাবাদে মাছের ভেড়ি থেকে উদ্ধার আরও আগ্নেয়াস্ত্র
ABP Ananda LIVE : জীবনতলায় অস্ত্র-কার্তুজ-কাণ্ডে এবার হাসনাবাদে মাছের ভেড়ি থেকে উদ্ধার আরও একটি ডবল ব্যারেল বন্দুক। এই নিয়ে কার্তুজ-কাণ্ডে ৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার। STF সূত্রে খবর, ধৃত আব্দুল সেলিম গাজি ওরফে । বাবলুর কাছে ছিল এই বন্দুক। বাবলু হাসনাবাদের মুরারিশাহ গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের প্রাক্তন সদস্য। তাকে জেরা করেই এই অস্ত্রের খোঁজ মেলে। পুলিশের দাবি, বিবাদী বাগের অস্ত্রের দোকানের কর্মী শান্তনু সরকার তৃণমূলের প্রাক্তন সদস্যকেওই অস্ত্র বেআইনিভাবে বিক্রি করেছিলেন।
২৬-এর বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে সক্রিয়তা বাড়াচ্ছে RSS.
২৬-এর বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে সক্রিয়তা বাড়াচ্ছে RSS. সঙ্ঘ প্রধানের রাজ্য সফরের পর এবার গুজরাতে সঙ্ঘের কৃষক সংগঠনের 'অখিল ভারতীয় অধিবেশন'-এ যোগ দিল রাজ্যের প্রতিনিধি দল। বাংলায় বঞ্চনার অভিযোগে সরব হলেন প্রতিনিধিদলের সদস্যরা। দিয়েছেন, বিধানসভা ভোটের আগে আন্দোলনে নামার হুঁশিয়ারিও।
রাজ্যের অস্ত্রের ঝনঝনানি, ঝাড়খণ্ডে কলকাতা পুলিশের এসটিএফ। রাঁচি এটিএসকে সঙ্গে নিয়ে ঝাড়খণ্ডে হানা কলকাতা পুলিশের এসটিএফের। ঝাড়খণ্ডে অস্ত্র কারখানা থেকে অস্ত্র আসছিল বাংলায়, সেই সূত্রে ঝাড়খণ্ডে হানা। ঝাড়খণ্ডে বাড়িতে অস্ত্র কারখানার হদিশ, গ্রেফতার ৬। আগ্নেয়াস্ত্র তৈরির প্রশিক্ষিত শ্রমিক সহ গ্রেফতার অস্ত্র কারখানার মালিক। উদ্ধার সেমিফিনিশড পিস্তল, আগ্নেয়াস্ত্র তৈরির বিভিন্ন যন্ত্রাংশ ।