ABP News

Asfakulla Naiya: এ ধরণের FIR করে কাউকে অপরাধী প্রমাণ করা যায় না: আসফাকুল্লা নাইয়া

Continues below advertisement

ABP Ananda LIVE : হাইকোর্টে আসফাকুল্লা নাইয়ার স্বস্তি, তদন্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ। জোর ধাক্কা পুলিশের, ৬ সপ্তাহের জন্য তদন্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ। 'একপাতার অভিযোগেই তদন্ত শুরু, প্রমাণ কোথায়?''তথ্যপ্রমাণ জোগাড় করে তদন্ত শুরু করলে কি ক্ষতি হত?'ইলেকট্রনিক্সস। 

 

বাঘাযতীনের পর ট্যাংরা, ফের হেলে পড়ল নির্মীয়মাণ বহুতল:

এদিকে, বাঘাযতীনের বিভীষিকা ফিরল ট্যাংরায়। খাস কলকাতায় ফের হেলে পড়ল বহুতল। আর সেই হেলে পড়া বহুতলকে ঘিরেই এখন আতঙ্কের প্রহর গুনছে ট্যাংরার ক্রিস্টোফার রোড। ছ'তলা আবাসন। তার নির্মাণকাজও এখনও পুরো শেষ হয়নি। সেই ছ'তলা নির্মীয়মাণ আবাসনই বিপজ্জনকভাবে হেলে পড়েছে পাশের একটা পাঁচতলা আবাসনের গায়ে। যে কোনও সময় বড়সড় বিপর্যয়ের আশঙ্কা করছেন স্থানীয়রা। একেবারে নতুন তৈরি এই আবাসন হেলে পড়ল কেন? এলাকাবাসীদের একাংশের মুখে উঠে আসছে সেই বেআইনি নির্মাণের অভিযোগ। যদিও, ৫৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সন্দীপন সাহার দাবি, তিনি এবিষয়ে আগে থাকতে কিছুই জানতেন না। ঘটনাস্থলে হেলে পড়া বহুতলের ছবি তুলতে দেখা যায় পুলিশকে। আর এখানেই বিরোধীদের বক্তব্য, আগে থাকতে নজরদারি থাকলে এমন বিপর্যয় ঘটত না।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram