Kalyani News: NMC-র যোগ্যতামান না থাকায় সরিয়ে দেওয়া হল কল্যাণী হাসপাতালের অধ্যক্ষকে
Continues below advertisement
ABP Ananda live: আর জি কর-কাণ্ডে তোলপাড়ের মধ্যেই সরিয়ে দেওয়া হল কল্যাণী কলেজ অফ মেডিসিন অ্যান্ড জেএনএম হাসপাতালের অভিজিৎ মুখোপাধ্যায়কে। NMC-র যোগ্যতামান না থাকায় এই নির্দেশ দিয়েছে রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়, স্বীকার করেছেন তিনি। NMC-র নির্দেশ কার্যকর করতে ৩ মাসেরও বেশি সময় লাগল কেন? উঠছে প্রশ্ন।
আরও খবর, আর জি-কর কাণ্ডের প্রতিবাদে ফের পথে সুখেন্দুশেখর রায়। তৃণমূল সাংসদ সুখেন্দুশেখরের চোখে জল ! দিল্লিতে মোমবাতি হাতে প্রতিবাদ তৃণমূল সাংসদের। বাস্তিল দুর্গ পতন স্মরণ করানোর পর মর্যাদা নিয়ে বাঁচার ডাক। আজ ফের সোশাল সাইটে পোস্ট সুখেনদুশেখর রায়ের। 'আর জি কর মেডিক্যাল তথ্যপ্রমাণ লোপাট করতে সময় দেওয়া হয়েছে'। 'গোটা ঘটনায় পরিকল্পিত ও নেপথ্যে চক্রান্ত রয়েছে'। 'এভাবে বিচারের দীর্ঘসূত্রিতা মেনে যাওয়া যায় না'।
Continues below advertisement