WB News: রেশন ডিলারের দোতলা পাকা বাড়ি, তাও আবাস প্রকল্পে নাম!

Continues below advertisement

ABP Ananda Live: রেশন ডিলারের দোতলা পাকা বাড়ি, তাও আবাস প্রকল্পে নাম! বঞ্চনা-ক্ষোভের মধ্যেই কাঁকসার ঘটনায় তোলপাড়। এজন্যেই সমীক্ষা, আশ্বাস পঞ্চায়েতমন্ত্রীর। ৬ বছর আগের তালিকা। সরকারি কর্মীদের ভুল, প্রতিক্রিয়া তৃণমূলের। ঝুলি থেকে ভূত বেরিয়েছে, তদন্ত করলেই সামনে আসবে ভূতের আঁতুরঘর, পাল্টা কটাক্ষ বিজেপির। যোগ্যকে বঞ্চনা, অযোগ্যকে পাকা ঘর। পুরুলিয়াতেও আবাস বিক্ষোভ। বাঘমুণ্ডি-ঝালদা রাজ্য সড়ক অবরোধ। টাশপুরে আবাসে বেফাঁস তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি। রেখা পাত্রকে নিয়ে ফিরহাদের মন্তব্যে বিতর্ক। কমিশনে নালিশ বিজেপির। পুর-নগরোন্নয়নমন্ত্রীকে সেন্সরের দাবি। অকারণে বিতর্ক, পাল্টা কুণাল। কোনও মহিলাকে বলিনি, বিজেপিকে বলেছি। বিতর্কিত মন্তব্য নিয়ে এবার সাফাই ফিরহাদের। সিতাই উপনির্বাচনে এবার তৃণমূল সাংসদের সার্জারির দাওয়াই! উপনির্বাচনের আগে হুঙ্কার সুকান্তর। নাম না করে অস্ত্র তুলে নেওয়ার হুঁশিয়ারি বাঁকুড়ার বিজেপি বিধায়কের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram