WB News: তৃণমূল কর্মীদের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ বিজেপি নেত্রীর
ABP Ananda Live: খানকুলে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ বিজেপি নেত্রীর। বিজেপির অভিযোগ, পঞ্চায়েত ভোটে ওই এলাকায় তারা জেতার পর থেকেই পঞ্চায়েত সদস্যকে হেনস্থা করা হয়েছিল। পুলিশকে জানানোর পরও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ বিজেপির ।
আরও খবর, আজ শীতকালীন অধিবেশনের শুরুতেই সংসদে 'আদানি-ঝড়ের' ইঙ্গিত। ঘুষকাণ্ডে আলোচনা চেয়ে সর্বদল বৈঠকে সরব কংগ্রেস। আদানি থেকে মণিপুর, সোচ্চার হতে পারে বিরোধীরা। আজ তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক। আদানি নিয়ে দলীয় অবস্থান স্পষ্ট করতে পারেন মমতা। রদবদল নিয়ে আলোচনার সম্ভাবনা। থাকবেন অনুব্রত, আমন্ত্রণ পেলেন না সুখেনদুশেখর। ঝাড়খন্ডে ক্ষমতায় ইন্ডিয়া জোট। রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি পেশ হেমন্ত সোরেনের। ২৮ নভেম্বর শপথগ্রহণ। উপনির্বাচনে ছয় আসনেই জয়। পিছোচ্ছে কংগ্রেস, ব্যর্থতা স্বীকার করে, ইন্ডিয়া জোটের নেত্রী হিসেবে সামনে আনা উচিত মমতাকে। বার্তা কল্যাণের। গুরুত্বে নারাজ কংগ্রেস। শিশুমেলার দখল নিয়ে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে ঘাটালে তুলকালাম। বৈঠক চলাকালীন দেবের সামনেই দু-পক্ষের সংঘর্ষ, ঝরল রক্ত! হাতাহাতি থেকে লাঠি, বাঁশ নিয়ে মারপিঠ। শাসক-কোন্দলে তপ্ত ঘাটাল। বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন দেব। পরিকল্পনামাফিক সব করা হল, দাবি প্রাক্তন তৃণমূল বিধায়ক শঙ্কর দলুইয়ের।