BJP News: বিজেপির কোন্দলে খড়গপুরে ধুন্ধুমার, দলের নেতাকে জুতোপেটা বিজেপি কাউন্সিলরের

ABP Ananda Live: বিজেপির কোন্দলে খড়গপুরে ধুন্ধুমার, দলের নেতাকে জুতোপেটা বিজেপি কাউন্সিলরের ।দোকান খুলতে এক ব্য়ক্তির কাছে ১০ হাজার টাকা তোলা চাওয়ার অভিযোগ কাউন্সিলরের বিরুদ্ধে । তোলা চাওয়ার অভিযোগ ৩১ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর মমতা দাসের বিরুদ্ধে। ওই ব্যক্তির বক্তব্য সোশাল মিডিয়ায় পোস্ট ওয়ার্ডের বিজেপি সম্পাদক অশোক সিংহের। ভিডিও ভাইরাল হতেই বিজেপি কার্যালয়ে ঢুকে অশোক সিংহকে জুতোপেটা, ভিডিও ভাইরাল । কাউন্সিলর কোনও কাজ করছেন না, তাই প্রতিবাদ জানিয়েছি, দাবি অশোক সিংহের। স্বপন দাসের বিরুদ্ধে পাল্টা মারধরের অভিযোগ বিজেপি কাউন্সিলর মমতা দাসের।

 

SSC Exam: SSC পরীক্ষায় বসা হল না, 'চাকরি হারানোর পর মানসিক অবসাদে ভুগছিলেন', আগের রাতেই চাকরিহারা শিক্ষকের মৃত্যু !

গতরাতে মৃত্যু পাঁশকুড়ার চাকরিহারা শিক্ষক সন্তোষকুমার মণ্ডলের। চাকরি হারানোরপর থেকে মানসিক অবসাদে ভুগছিলেন, দাবি পরিবারের। গত রবিবার নবম-দশমের নিয়োগের পরীক্ষা দেন সন্তোষ। বৃহস্পতিবার আচমকা অসহ্য পেটের যন্ত্রণা শুরু হয়। পাঁশকুড়ার একটি নার্সিংহোমে ভর্তি করানো হয় সন্তোষকে। অবস্থা সঙ্কটজনক হওয়ায় হাওড়ার নারায়না হাসপাতালে স্থানান্তর।

গত রাতে হাসপাতালে মৃত্যু সন্তোষকুমার মণ্ডলের। একাদশ দ্বাদশের পরীক্ষার আগেই হাসপাতালে মৃত্যু। সন্তোষের আদি বাড়ি পশ্চিম মেদিনীপুরের ডেবরার খাজুরি গ্রামে। ২০১৬ সালে পাঁশকুড়ার আড়িশান্ডা উচ্চ বিদ্যালয়ে চাকরি পান। চাকরি পাওয়ার পর পাঁশকুড়ার মেচগ্রামে বাড়ির জায়গা কেনেন। ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে বাড়ি তৈরি করে মেচগ্রামেই থাকতেন সন্তোষ। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola