ABP News

Khardah News : স্কুটার চালানো নিয়ে বিবাদ, প্রাক্তন পুলিশ কর্মীর আবাসনে চড়াও। খড়দায় উত্তেজনা

Continues below advertisement

ABP Ananda Live: প্রাক্তন পুলিশ কর্মীর আবাসনে চড়াও তৃণমূলের পঞ্চায়েত সদস্য। আবাসনের রাস্তায় স্কুটার চালানো নিয়ে বিবাদ। প্রাক্তন পুলিশ কর্মীর মেয়েদের চড় মারার অভিযোগ। রহড়ার পাতুলিয়ার ঘটনায় অভিযুক্ত তৃণমূলের পঞ্চায়েত সদস্য। ৯ জানুয়ারির ঘটনার ছবি সোশাল সাইটে ভাইরাল । মারধরের ঘটনা ঘটেনি, দাবি পঞ্চায়েত সদস্যের।

Manipur Violence:  মণিপুরে বড় রদবদল !  মুখ্যমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ালেন বীরেন সিং

 হিংসাবিধ্বস্ত মণিপুরে (Manipur Violenc)  এবার বড় রদবদল। মুখ্যমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ালেন এন বীরেন সিং (Biren Singh Resigns)। রবিবার রাজধানী ইম্ফলে গভর্নরের সঙ্গে দেখা করার পর পদত্যাগ করেছেন তিনি। সূত্রের খবর, কংগ্রেসের অনাস্থা প্রস্তাবের হুমকির পরই দিল্লি থেকে চাপ আসে তাঁর ওপর। সেই কারণেই জাতিগত হিংসা শুরুর ২ বছর পর পদত্যাগ করতে বাধ্য় হলেন সিং।

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram