ABP News

Baghajatin Building Collapsed : বাঘাযতীনে বহুতল বিপর্যয়ে জালে প্রোমোটার। নেপথ্যে বিস্ফোরক অভিযোগ

Continues below advertisement

ABP Ananda LIVE : বাঘাযতীনে বহুতল বিপর্যয়ে গ্রেফতার প্রোমোটার। বকখালি থেকে অভিযুক্তকে গ্রেফতার করল সুন্দরবন পুলিশ জেলা। পুরসভাকে না জানিয়ে হরিয়ানার সংস্থাকে দিয়ে কাজ করানোর অভিযোগ। 

স্যালাইনকাণ্ডে সাসপেন্ড ১২জন চিকিৎসক, আসফাকুল্লা নাইয়ার বাড়িতে পুলিশি অভিযান, প্রতিবাদে মিছিল জুনিয়র ডাক্তারদের

আসফাকুল্লার অভিযোগ, আর জি কর কাণ্ডে সরব হয়েছিলেন বলেই এসব হচ্ছে। বিধাননগর থানার ২০ জনের বেশি পুলিশ আমার গ্রামের বাড়ি গিয়েছে। অথচ ২ কিলোমিটার দূরে আর জি করে আমি রয়েছি, সেখানে এল না। ১০০ কিলোমিটার দূরে গ্রামের বাড়িতে গেল। আজ আমি, কাল অন্য কেউ। আমরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছি। তাই বাড়িতে পুলিশ পাঠিয়ে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। আমার সামাজিক অবক্ষয়ের চেষ্টা করা হচ্ছে। আমাদের কণ্ঠস্বর রোধ করার জন্যই এসব করা হচ্ছে। এভাবে ভয় দেখিয়ে আন্দোলন দমন করা যায় না। 

মেদিনীপুর মেডিক্যালে প্রসূতি মৃত্যুর ঘটনায় সব দায় জুনিয়র এবং সিনিয়র চিকিৎসকদের ঘাড়েই চাপিয়েছে রাজ্য। অভিযোগ, যাঁদের হাজির থাকার কথা অস্ত্রোপচারের সময়, তাঁরা ছিলেন না। অপটু হাতে অস্ত্রোপচার করা হয়েছে, তাই এই ঘটনা ঘটেছে। 

এই প্রসঙ্গে একই কথা বলেছেন জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো এবং আসফাকুল্লা নাইয়া। তাঁদের কথায় সবই যদি ডাক্তারদের গাফিলতিতেই হয়ে থাকে তাহলে স্যালাইন, ওষুধ নিষিদ্ধ করা হল কেন? যদি চিকিৎসকদের গাফিলতিতেই প্রসূতির মৃত্যু হয়, তাহলে আপনি (স্বাস্থ্যমন্ত্রী) সরাসরি বলে দিন যে স্যালাইন, ওষুধ সব ঠিক ছিল। এখনও জানা গেল না স্যালাইনে কী সমস্যা ছিল, কেন তা নিষিদ্ধ হল। এই চিকিৎসকদের বলির পাঁঠা করে আপনি কাদের আড়াল করার চেষ্টা করছেন? এই ঘটনা কোনওভাবেই সমর্থনযোগ্য নয়।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram