Behala Incident : ফের রাতের শহরে দুর্ঘটনা, বেহালায় স্কুলবাসে ধাক্কা মারে বেপরোয়া ট্রাক !
ABP Anana LIVE : ফের রাতের শহরে দুর্ঘটনা, বেহালার শীলপাড়ার কাছে জনকল্যাণ মোড়ে স্কুলবাসে ধাক্কা। স্কুলবাসে ধাক্কা মারে বেপরোয়া ট্রাক। ধাক্কার পর রাস্তার ধারের দোকান, ফুটপাতের ওপর বেদি ভেঙে যায়। অল্পের জন্য রক্ষা পান স্কুল বাসের চালক। ট্রাক চালককে গ্রেফতার করেছে ঠাকুরপুকুর থানা।
Howrah News: হাওড়ায় গুলিবিদ্ধ হুগলির চণ্ডীতলা থানার IC
হাওড়ায় গুলিবিদ্ধ হুগলির চণ্ডীতলা থানার IC। গতকাল রাত ১২টা নাগাদ মধ্য হাওড়ার ঘোষপাড়া পেট্রোল পাম্পের কাছে নেতাজি সুভাষ রোডে গুলি চলে। গুলিবিদ্ধ হন জয়ন্ত পাল। ওই পুলিশ অফিসার হুগলি জেলায় কর্মরত। পুলিশের বোর্ড লাগানো গাড়িতে চড়ে ওই এলাকায় আসেন জয়ন্ত। সঙ্গে একজন মহিলা ছিলেন। পুলিশ সূত্রে খবর, গুলির আওয়াজ শুনে স্থানীয়রা ছুটে আসেন। খবর যায় শিবপুর ও ব্যাঁটরা থানায়। ওই পুলিশ অফিসারের বাঁ হাতে গুলি লাগে। তাঁকে হাওড়ার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সঙ্গে পুলিশ অফিসারের সঙ্গিনীর কোনও যোগ রয়েছে কি না, খতিয়ে দেখা হচ্ছে।