West Bengal News : লটারি-দুর্নীতিতে প্রভাবশালী যোগের তদন্তে এবার কলকাতায় ইডি-র হানা

ABP Ananda Live : লটারির মাধ্যমে কোটি কোটি টাকা নয়ছয় ও জালিয়াতি, লটারি-দুর্নীতিতে প্রভাবশালী যোগের তদন্তে এবার কলকাতায় ইডি-র হানা। লটারির মাধ্যমে কোটি কোটি টাকা নয়ছয় ও জালিয়াতি, লটারি-দুর্নীতিতে প্রভাবশালী যোগের তদন্তে এবার কলকাতায় ইডি-র হানা। দিল্লির সদর দফতর থেকে শহরে এসে তল্লাশি চালাচ্ছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটরের আধিকারিকরা। ইডি-র একটি দল এয়ারপোর্টের কাছে মাইকেলনগরে হানা দেয়। দোতলা বাড়ির পুরোটাই একটি লটারি সংস্থার পূর্বাঞ্চলীয় দফতর। এই বাড়িতেই রয়েছে লটারির ছাপাখানা। ইডি-র আরেকটি দল লেক মার্কেটে চারুচন্দ্র কলেজের কাছে একটি আবাসনে তল্লাশি চালাচ্ছে।

নাবালিকা ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার সঙ্গীত শিল্পী সঞ্জয় চক্রবর্তী। মুম্বইয়ে গ্রেফতার পণ্ডিত অজয় চক্রবর্তীর ভাই সঞ্জয় চক্রবর্তী। চারু মার্কেট থানায় অভিযোগ দায়ের, পকসো আইনে মামলা রুজু। মুম্বই থেকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনা হয়েছে সঞ্জয় চক্রবর্তীকে। ১৮ তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতে পণ্ডিত অজয় চক্রবর্তীর ভাই সঞ্জয় চক্রবর্তী।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola