WB News: 'নিজে নিজে কেউ নিজের শরীর পোড়াবে না', কৃষ্ণনগর কাণ্ডে মন্তব্য নিহতের মায়ের
Continues below advertisement
ABP Ananda Live: 'কেন আমার মেয়েটাকে মেরে ফেলল সেটা তো আমি বলতে পারব না। আমার মেয়টা কোনও দোষ করেনি, নিরপরাধ মেয়াটাকে মারল। হয়ত কোনও আক্রোশ ছিল। তবে রাহুল একা এই ঘটনা ঘটাতে পারবে না। আমার মনে হয় ওর সঙ্গে আরও অনেকেই ছিল। আমি ছেলের মায়ের কথা বিশ্বাস করছি না। কারণ আমার মেয়ে তো নিজে নিজে মরে যাওয়ার মেয়ে নয়। নিজে নিজে কেউ নিজের শরীর পোড়াবে না', কৃষ্ণনগর কাণ্ডে মন্তব্য নিহতের মায়ের।
আরও খবর, একদিকে এসপি অফিস, বিএলএলআরও অফিস। আরেকদিকে সার্কিট হাউস, কাছেই জেলাশাসকের দফতর। আর তার ঠিক মাঝেই কৃষ্ণনগর স্টেডিয়ামের ঠিক পাঁচিলের গা ঘেষা গলি থেকে উদ্ধার হল সকুলছাত্রীর আধপোড়া, বিবস্ত্র দেহ। কোথায় নারী নিরাপত্তা? কোথায় পুলিশের নজরদারি? আর জি কর-কাণ্ডের আবহেই আরও একবার সেই প্রশ্ন তুলে দিল কৃষ্ণনগরের ঘটনা।
Continues below advertisement