Kulpi Bad Road: কুলপিতে খারাপ রাস্তার প্রতিবাদ। বেহাল রাস্তায় টোটো রেখে অবরোধ-বিক্ষোভ
ABP Ananda LIVE : কুলপিতে খারাপ রাস্তার প্রতিবাদ। বেহাল রাস্তায় টোটো রেখে অবরোধ-বিক্ষোভ। ঢোলাহাট গ্রাম পঞ্চায়েতে ৭ কিলোমিটার রাস্তায় পিচের আস্তরণ উঠে গিয়ে বড় বড় গর্ত তৈরি হয়েছে। বর্ষাকালে তাতে জল জমে থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। আশপাশে বেশ কয়েকটি স্কুল রয়েছে। গ্রাম সড়ক যোজনার এই রাস্তা সারাতে প্রশাসনের বিভিন্ন দফতরে দরবার করেন স্থানীয়রা। কাজ না হওয়ায় বিক্ষোভ-অবরোধ করেন টোটো চালক ও গ্রামবাসীরা, প্রশাসনের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
মালদার হবিবপুুর, নদিয়ার পলাশিপাড়ার পর এবার বাঁকুড়ার বেলিয়াতোড়, ফের শিক্ষাঙ্গনে তৃণমূল নেতার 'দাদাগিরি'
মালদার হবিবপুুর, নদিয়ার পলাশিপাড়ার পর এবার বাঁকুড়ার বেলিয়াতোড়। ফের শিক্ষাঙ্গনে তৃণমূল নেতার 'দাদাগিরি'। কলেজের পরিচালন সমিতির বৈঠকে দুই অধ্যাপককে শাসানোর অভিযোগ। অধ্যাপকদের শাসানোর অভিযোগ উঠেছে তৃণমূলের ব্লক সভাপতির বিরুদ্ধে। ২৬ মার্চের ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। গত ৩ এপ্রিল ই-মেল মারফত বেলিয়াতোড় থানায় অভিযোগ দায়ের করেন দুই অধ্যাপক। দুই অধ্যাপককে খুনের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ। অধ্যাপকদের দাবি, বেলিয়াতোড় থানা প্রথমে অভিযোগ নিতে চায়নি। এরপর পুলিশ সুপারের কাছে জানালে নড়েচড়ে বসে পুলিশ।