Gangasagar Mela 2025: আগামীকাল মকর সংক্রান্তি, ভিড় জমতে শুরু করেছে গঙ্গাসাগরে

ABP Ananda Live: আগামীকাল মকর সংক্রান্তি। ভাগীরথী, মুড়িগঙ্গা, বড়তলা নদী আর বঙ্গোপসাগরে ঘেরা গঙ্গাসাগরে ভিড় জমতে শুরু করেছে। ভিনরাজ্য থেকেও এসেছেন পুণ্যার্থীরা। আলোর মালায় সেজে উঠেছে কপিল মুনির মন্দির। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে মেলা চত্বর। CC ক্যামেরা ছাড়াও ড্রোন উড়িয়ে চলছে নজরদারি।
একাধিক পুলিশ ক্যাম্প তৈরি করা হয়েছে। উপকূলরক্ষী বাহিনী, NDRF, সিভিল ডিফেন্স ছাড়াও প্রস্তুত ভারতীয় নৌ বাহিনী। এবারও গঙ্গাসাগর মেলায় এসেছেন প্রচুর বিদেশি। ইসকনের মাধ্যমে এসেছেন ২১টি দেশের ৮০ জন ভক্ত।

 

রেশন দুর্নীতিকাণ্ডে চাঞ্চল্যকর মোড়, ED-র দাবি, যাঁর অভিযোগের ভিত্তিতে মামলা, সেই অভিযোগকারীরই খোঁজ মিলছে না

এদিকে, রেশন দুর্নীতিকাণ্ডে চাঞ্চল্যকর মোড়। ED-র দাবি, যাঁর অভিযোগের ভিত্তিতে মামলা, সেই অভিযোগকারীরই খোঁজ মিলছে না। ED সূত্রে খবর, ধাপা দুর্গাপুরের বাসিন্দা, তৃণমূল নেতা তারক মণ্ডলই অভিযোগকারী ছিলেন। চলতি মাসের গোড়ায় নোটিস পাঠালেও তিনি হাজিরা দেননি, ফোনেও সাড়া মেলেনি। ED-র অনুমান, ভবানীপুর থানায় তারক অভিযোগ জানালেও, তাঁর পিছনে অন্য কেউ রয়েছে। বৃহত্তর ষড়যন্ত্রের হদিশ পেতে ধাপার ওই তৃণমূল নেতাকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন, মনে করছেন ED-র  আধিকারিকরা। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola