Malda News: জুয়ার বোর্ড চালানোর অভিযোগ, গ্রেফতার শাসক নেতা
ABP Ananda Live: জুয়ার বোর্ড চালানোর অভিযোগে গ্রেফতার তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি। ধৃত তৃণমূল নেতার নাম মিঠুন মণ্ডল। মালদা জেলার হবিবপুর ব্লকের মঙ্গলপুরা অঞ্চলের তৃণমূল কংগ্রেস সভাপতি মিঠুন। শাসক নেতাকে গ্রেফতার করেছে হবিবপুর থানার পুলিশ।
আরও খবর, তৃণমূলের হেভিওয়েট কাউন্সিলর সুশান্ত ঘোষের হামলার ৭ দিন আগে স্কুটার কিনেছিল গুলজার। এরপর সেই স্কুটারের নম্বর প্লেট বদলে ফেলা হয়। কসবাকাণ্ডে ধৃতদের জেরা করে দাবি লালবাজারের। যাঁর কাছ থেকে স্কুটার কেনা হয়, তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশের দাবি, এ রাজ্যে আসার পরেই হামলাকারীদের মোবাইল ফোনগুলি জমা নিয়ে নেয় গুলজার। বদলে তাদের হাতে নতুন মোবাইল ফোন ও সিমকার্ড তুলে দেয় সে। কোন নামে, কীভাবে সিমকার্ড জোগাড় হয়েছিল, খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে, সুশান্তর ওপর হামলার ঘটনায় বিহার-যোগের দাবি করেছে পুলিশ। সূত্রের খবর, মূল চক্রী আফরোজ খান ওরফে গুলজার বিহারের জামুইয়ের বাসিন্দা। গুলজার যাকে বরাত দিয়েছিল সেই ইকবালও বিহারের লোক। সুশান্তর ওপর হামলার একমাস আগে বিহারের বৈশালী থেকে এসেছিল এক হামলাকারী।হামলার আগে আরও ২ জন বিহার থেকে আসে। এদের মধ্যে ২ জন বিহারের কুখ্যাত দুষ্কৃতী পাপ্পু চৌধুরীর গ্যাংয়ের সদস্য বলে কলকাতা পুলিশের দাবি।