Malda News: মালদায় তৃণমূল নেতা নিহতের ঘটনায় গ্রেফতার ২, সুপারি দিল কে?

Continues below advertisement

ABP Ananda Live: মালদায় তৃণমূল নেতা দুলাল সরকার খুনের ঘটনায় গ্রেফতার মোট ৪, উদ্ধার করা হল আগ্নেয়াস্ত্র। পুলিশ সূত্রে খবর, এর মধ্য়ে ২ জন বিহারের এবং ২ জন ইংরেজবাজারের বাসিন্দা। ধৃত বিহারের ২ বাসিন্দা সুপারি কিলারের কাজ করেছেন। পাশাপাশি ঘটনায় সন্দেহভাজন একজন ফেরার রয়েছেন। পুলিশ সূত্রে খবর, ১০ দিনেরও বেশি সময় ধরে মালদায় ছিল দুষ্কৃতীরা। তৃণমূল নেতাকে খুনের আগে রেকি করা হয়, নজর রাখা হয় তাঁর গতিবিধি ওপর। এদিকে পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল গ্রেফতার হওয়া ২ ব্য়ক্তি সুপারি কিলার।

 

আরও খবর,  রেশন দুর্নীতির তদন্ত নিয়ে ফের আদালতে ভর্ৎসনার মুখে পড়ল ED। জেলবন্দি প্রাক্তন খাদ্যমন্ত্রী, জ্য়োতিপ্রিয় মল্লিকের হিসেব বহির্ভূত সম্পত্তির খতিয়ান পেতে, ২০২৩ সালের ২৭ অক্টোবর জ্যোতিপ্রিয় মল্লিককে রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার করে ইডি। বৃহস্পতিবার বিচার ভবনে ছিল, প্রাক্তন খাদ্যমন্ত্রীর জামিনের আর্জির শুনানি। ইডি জ্যোতিপ্রিয় মল্লিকের জামিনের আর্জির বিরোধিতা করলে, বিচারক প্রশান্ত মুখোপাধ্যায়ের প্রশ্নের মুখে পড়তে হয় কেন্দ্রীয় এজেন্সির তদন্তকারী অফিসার থেকে আইনজীবীকে।রেশন দুর্নীতির উৎসের কথা জানতে চেয়ে, ইডির স্পেশাল কোর্টের বিচারক প্রশ্ন করেন,নদিয়ার যে FIR থেকে এই সংক্রান্ত তদন্ত শুরু হয়েছিল, সেখানে চুরির অভিযোগ ছিল। সেটাকে কেন ‘দুর্নীতি’ বলে উল্লেখ করা হচ্ছে? এর আগের শুনানিতে ইডির তরফে আদালতে দাবি করা হয়, রেশন দুর্নীতির তদন্তে একাধিক সরকারি নথি এবং সরকারি অফিসারের সিল পাওয়া গিয়েছে।সেই প্রসঙ্গে বৃহস্পতিবার বিচারক প্রশ্ন করেন,যদি দুর্নীতি হয়, তাহলে আজ পর্যন্ত ওইসব সরকারি অফিসারকে জিজ্ঞাসাবাদ করেননি কেন? যাঁরা রেশন কম পেয়েছেন বলে অভিযোগ করেছেন, তাঁদের সঙ্গে কি কথা বলেছিলেন?

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram