Saline Contro: মেদিনীপুর মেডিক্যালে MSVP পদে পরিবর্তন ! স্ত্রী রোগ বিভাগের নতুন প্রধান কে ?
ABP Ananda LIVE : মেদিনীপুর মেডিক্যালে নতুন MSVP ইন্দ্রনীল সেন। সাগর দত্ত থেকে মেদিনীপুর মেডিক্যালে পাঠানো হল ইন্দ্রনীল সেনকে। মেদিনীপুর মেডিক্যালের স্ত্রী রোগ বিভাগের নতুন প্রধান দেবদত্ত ঘোষ। আসফাকুল্লার বাড়িতে পুলিশের তল্লাশি থেকে স্যালাইকাণ্ডে চিকিৎসকদের সাসপেনশেন। প্রতিবাদে সরব জুনিয়র ডাক্তাররা, আর জি কর মেডিক্যাল থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল। 'এভাবে প্রতিবাদীর কণ্ঠরোধ করা যাবে না'। 'স্যালাইন কাণ্ডে চিকিৎসকদের সাসপেন্ড করা হল'। 'স্বাস্থ্যমন্ত্রী হিসেবে মুখ্যমন্ত্রীকে দায় এড়াতে পারেন?''স্যালাইন কাণ্ডে চিকিৎসকদের ঘাড়ে দায় চাপানোর চেষ্টা'। 'চিকিৎসকরা দোষী হলে, কেন বিতর্কিত স্যালাইন ব্যান?'
স্যালাইন কাণ্ডে সাসপেন্ড ১২ জন চিকিৎসক, তাঁদের মধ্যে ৬ জন জুনিয়র চিকিৎসক
স্যালাইন কাণ্ডে সাসপেন্ড ১২ জন চিকিৎসক। মেদিনীপুর মেডিক্যালের নতুন MSVP ইন্দ্রনীল সেন। সাগর দত্ত থেকে মেদিনীপুর মেডিক্যালে পাঠানো হল ইন্দ্রনীল সেনকে। মেদিনীপুর মেডিক্যালের স্ত্রী রোগ বিভাগের নতুন প্রধান দেবদত্ত ঘোষ। আর জি কর মেডিক্যাল থেকে মেদিনীপুর মেডিক্যালে পাঠানো হল দেবদত্ত ঘোষকে। ১২ জন চিকিৎসককে সাসপেন্ড করার কথা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাৎপর্যপূর্ণ হল, সাসপেন্ড হওয়া চিকিৎসকদের মধ্যে ৬ জন হলেন পিজিটি বা জুনিয়র চিকিৎসক।