WB News: বাংলা বলায় পশ্চিমবঙ্গের বাসিন্দাদের কপালে জুটছে বাংলাদেশি সন্দেহে হেনস্থা-নিগ্রহ-মারধর!

ABP Ananda Live: ভিনরাজ্য়ে মার খাচ্ছে বাংলাভাষী, রাজ্য়ে ধরা পড়ছে বাংলাদেশি, শাঁখের করাতে মানুষ। পশ্চিমবঙ্গের সাধারণ, গরিব মানুষের কাছে এখন উভয় সঙ্কট। একদিকে এ রাজ্য়ে ঢুকে, রুজি-রুটিতে ভাগ বসাচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। আবার ভিন রাজ্য়ে কাজ করতে গিয়ে বাংলা বলায়, পশ্চিমবঙ্গের বাসিন্দাদের কপালে জুটছে বাংলাদেশি সন্দেহে হেনস্থা-নিগ্রহ-মারধর! ফলে সাধারণ মানুষের প্রশ্ন, তারা করবেন তো কী করবেন? যাবেন তো কোথায় যাবেন? কোথাও দেখা যাচ্ছে, কোনও ব্য়াক্তির এক পকেটে বাংলাদেশের পাসপোর্ট! তো আরেক পকেটে ভারতের ভোটার কার্ড!! আবার এর ঠিক উল্টো দিকে পেটের টানে ভিন রাজ্য়ে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হতে হচ্ছে এ রাজ্য়ের মানুষকে। বাংলাভাষী হওয়ায়, বাংলাদেশি সন্দেহে কোথাও তাদের আটক করে রাখা হচ্ছে, কোথাও মারাত্মক হেনস্থার শিকার হতে হচ্ছে। এরই মধ্য়ে ভোটার তালিকার বিশেষ সংশোধনের প্রতিবাদে বুধবারও সংসদ ভবনের মকর দ্বারে বিক্ষোভ দেখান INDIA জোটের সাংসদরা।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola