WB News: হুগলিতে মা-বাবা-বোনকে নৃশংসভাবে হত্যা, ছেলের মৃত্যুদণ্ড
ABP Ananda Live: হুগলিতে মা-বাবা-বোনকে নৃশংসভাবে খুন, ছেলের মৃত্যুদণ্ড। পরিবারে সবাইকে হাতের শিরা, গলার নলি কেটে খুন। পেশায় গৃহশিক্ষক প্রমথেশ ঘোষালের ফাঁসির সাজা। ৮ নভেম্বর, ২০২১ সালে ধনেখালিতে মা-বাবা-বোনকে খুন করেন ওই ব্যক্তি। খুনের মামলায় ১৪ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। এরপর দোষীর মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করা হয়েছে।
আরও খবর, বাবাকে খুন করে শোকেসে, দাদাকে মেরে সেপটিক ট্যাঙ্কে। কোচবিহারে হাড়হিম করা জোড়া হত্যাকাণ্ড। বাড়ির বারান্দায় রক্ত দেখে সন্দেহ প্রতিবেশীদের। পুলিশ গিয়ে জোড়া দেহ উদ্ধার করে। শোকেসে কম্বলে মোড়ানো অবস্থায় ছিল বৃদ্ধের দেহ। বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার বৃদ্ধের ভাগ্নের দেহ। ঘটনার পর পলাতক বৃদ্ধের ছেলে প্রণবকুমার বৈশ্য।
নতুন শিক্ষানীতি, অষ্টম শ্রেণি পর্যন্ত ফিরছে পাস-ফেল। অষ্টম শ্রেণি পর্যন্ত ফেল না করার নীতি প্রত্যাহার কেন্দ্রের। এবার থেকে পঞ্চম আর অষ্টম শ্রেণিতে হবে পরীক্ষা। পরীক্ষায় পাস করতে হবে, না পারলে আরেকবার সুযোগ। পরীক্ষায় পাস-ফেল নিয়ে সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের। পাস করতে না পারলেও স্কুল থেকে বহিষ্কার নয়। পড়াশোনার মানোন্নয়নের জন্য এই সিদ্ধান্ত: কেন্দ্রীয় শিক্ষা সচিব।