WB News: মুর্শিদাবাদের সালারের একটি স্কুলে ট্যাবের টাকা গায়েব, টাকা জমা পড়ল বিহারের কিষাণগঞ্জে!
ABP Ananda Live: মুর্শিদাবাদের সালারের একটি স্কুলের ১৫ জন পড়ুয়ার ট্যাবের টাকা গায়েব । বিহারের কিষাণগঞ্জে SBI-এর একটি শাখায় জমা পড়ল বাংলার পড়ুয়াদের ট্যাবের টাকা! সালার থানায় অভিযোগ টেঁয়া শান্তিসুধা হাইস্কুলের কর্তৃপক্ষের। বেশির ভাগ টাকাই তুলে নেওয়া হয়েছে বলে খবর।
আরও খবর, ট্যাব কেলেঙ্কারির অভিযোগে মালদার বৈষ্ণবনগর থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করল পূর্ব বর্ধমানের সাইবার ক্রাইম শাখার পুলিশ। ধৃতের নাম হাসান শেখ। বৈষ্ণবনগরে একটি ফোটোকপির দোকান ও সাইবার ক্যাফে রয়েছে হাসানের। রাজ্য সরকারের একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য ট্যাব কেনার টাকা নয়ছয়ে মালদার এই সাইবার ক্যাফে মালিকের যোগ রয়েছে বলে পুলিশের দাবি। ট্যাব কেলেঙ্কারির নেপথ্যে বড় কোনও চক্র, খতিয়ে দেখা হচ্ছে।