West Bengal News: পুজোর পর রাজ্যে বিজনেস ইন্ডাস্ট্রি কনক্লেভ, নবান্নে ঘোষণা অমিত মিত্রের
ABP Ananda LIVE : পুজোর পর রাজ্যে বিজনেস ইন্ডাস্ট্রি কনক্লেভ, নবান্নে ঘোষণা অমিত মিত্রের। পুজোর পর রাজ্যে বিজনেস ইন্ডাস্ট্রি কনক্লেভ। 'মুখ্যমন্ত্রীর প্রস্তাব মতো বিজনেস ইন্ডাস্ট্রি কনক্লেভ হবে পুজোর পর'। 'মূলত রাজ্যের যে ফোকাস এরিয়া রয়েছে তার উপরেই ওই কনক্লেভে আলোচনা হবে'। 'মুখ্যমন্ত্রীর সঙ্গে বিজনেস ইন্ডাস্ট্রি সম্পর্কে আলোচনা হয়েছে'। 'স্টেট লেভেল ইনভেস্টমেন্ট সিনার্জি কমিটির বৈঠক'। 'এই ৩ মাসে BGBS হওয়ার পর ৩ হাজার ৬৯ টি প্রকল্পকে ছাড়পত্র দেওয়া হয়েছে'। 'BGBS হওয়ার পর ৩ হাজার ১৬৫ টি প্রকল্প স্থাপনের ছাড়পত্র দেওয়া হয়েছে'। নবান্নে জানালেন অর্থনৈতিক উপদেষ্টা অমিত মিত্র।
Suvendu Adhikari: 'কলেজে কলেজে মনোজিৎ মডেল..', 'ভাইপো গ্যাংয়ের' গ্যালারি প্রকাশ শুভেন্দুর ! কাদের ছবি সামনে আনলেন বিরোধী দলনেতা ?
কসবাকাণ্ড প্রসঙ্গ গত রবিবার শুভেন্দু বলেছিলেন, 'কলেজে কলেজে মনোজিতরা আছে। এরা ভাইপো গ্যাং।' এবং তিনি সেই ভাইপো গ্যাং এর ছবি প্রকাশ্যে আনবেন। কথা মতোই কাজ। আজ মঙ্গলবার ভাইপো গ্যাং এর ৫০ জনের ছবি প্রকাশ্যে আনলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন শুভেন্দু হাতে ছবি ধরে সাংবাদিকদের দেখিয়ে বলেন, ভাইপো গ্যাং। মাত্র ৫০ জন আছে। আমরা চাইলে আরও সাড়ে ৯০০ দিতে পারি।' উল্লেখ্য, গ্যালারির একদম উপরে TMCP-র নতুন সংজ্ঞা দেওয়া হয়েছে। যেখানে TMCP এর অর্থ তৃণমূল ছাত্র পরিষদ নয় বলে তাঁরা দাবি জনিয়ে, লেখার পাশে লাল রঙের কাঁটা চিহ্ন বসিয়েছেন। TMCP-র নতুন অর্থ দিয়েছেন, TRINAMOOL MALFEASANCE @ COLLEGE PREMISES.