WB News: সমবায় ভোট ঘিরে পাঁশকুড়ায় ধুন্ধুমার, তৃণমূল-বিজেপি সংঘর্ষ , আহত কয়েকজন

Continues below advertisement

ABP Ananda Live: সমবায় ভোট ঘিরে পাঁশকুড়ায় ধুন্ধুমার। তৃণমূল-বিজেপি সংঘর্ষ , আহত কয়েকজন।  তৃণমূলের বিরুদ্ধে ভোটার স্লিপ কেড়ে নেওয়ার অভিযোগ বিজেপির। বাধা দিলে বিজেপি সমর্থকদের ওপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পাঁশকুড়ার বসন্তবায় সমবায় সমিতির ৯ টি আসনেই জয়ী তৃণমূল কংগ্রেস। 

আরও খবর, তৃণমূল কংগ্রেসের সংগঠনে কি এবার বড়সড় রদবদল হতে চলেছে? ১০-এর বেশি জেলা সভাপতি বদলের সুপারিশ দলনেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের কাছে পাঠালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। কলকাতা পুরসভা বাদে সমস্ত পুরসভা স্তরেও দেদার বদলের প্রস্তাব দিলেন তিনি। সূত্রের খবর, চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করবেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়।  .

এবার নন্দীগ্রামে বিরোধী দলনেতার গড়েই বিজেপির কোন্দল প্রকাশ্যে এল। দলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে প্রায় ৬৫ লক্ষ টাকা নয়ছয় ও দুর্নীতির অভিযোগে নন্দীগ্রাম থানার দ্বারস্থ হলেন
নন্দীগ্রাম ১ নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ থেকে শুরু করে বিজেপির নেতা, পদাধিকারীরা। সেপ্টেম্বর মাসে নন্দীগ্রাম ১ ব্লকের গোকুলনগর গ্রাম পঞ্চায়েতে এলাকা উন্নয়ন প্রকল্প-সহ প্রায় ৬৫ লক্ষ টাকা নয়ছয়ের অভিযোগ ওঠে। পঞ্চায়েত সচিবের বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের করেন বিজেপি প্রধান দীনবন্ধু মণ্ডল। পাল্টা প্রধানের বিরুদ্ধে অভিযোগ করেন পঞ্চায়েত সচিব নীলকমল দাস। গত ১৯ অক্টোবর পুলিশ পঞ্চায়েত সচিবকে গ্রেফতার করে। বিজেপি প্রধানকে গ্রেফতার নয় কেন, এই প্রশ্ন তুলে গতকাল থানায় যান তাঁরই দলের নেতারাই। এই নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram