Shamik Bhattacharya: সরকারকে এমন সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যাতে শারীরিক নির্যাতন বন্ধ হয়: শমীক

Continues below advertisement

ABP Ananda Live: 'তিলোত্তমাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছিল গোটা রাজ্য থেকে দেশ, এত মাববন্ধন জায়গায় জায়গায় প্রতিবাদ দেশে বিদেশে ছড়িয়ে পরে সেই প্রতিবাদ তার কোনও প্রভাব পশ্চিমবঙ্গের লোকেদের মধ্যে পড়েনি, কোনও প্রভাব দুষ্কৃতীদের ওপর নেই। সমস্ত ঘটনার জন্য যে রাজ্যের মুখ্যমন্ত্রী দায়ী সেই কথা বিজেপি বলছে না। বিকৃত মনস্ক মানুষ সমাজে আছে তারা এই কাজ করবে', মন্তব্য শমীক ভট্টাচার্যের । 

আরও খবর, গাইঘাটায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ। অপমানে আত্মহত্যার চেষ্টা, দাবি পরিবারের। ধৃত অভিযুক্তর পিসি তৃণমূল নেত্রী, টাকার টোপ দিয়েছেন, অভিযোগ নির্যাতিতার মায়ের। অভিযোগ অস্বীকার।

মত্তদের উৎপাত কমাতে পাঁশকুড়ার এক গ্রামে এবার ফ্লেক্স টাঙানো হল রাস্তার ধারে। ফ্লেক্স টাঙালেন গ্রামবাসীদের একাংশ। রাস্তার ধারে মদ খেতে গিয়ে ধরা পড়লে জরিমানা ,এমনকী প্রমাণ সহ ধরিয়ে দিতে পারলে পুরস্কারেরও ঘোষণা করা হল ফ্লেক্সের মাধ্য়মে। আর এদিকে এই ঘটনাতেই তরজা শুরু হয়েছে তৃণমূল বিজেপির মধ্য়ে। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram