West Bengal News: পুলিশকে বিরোধী নেতাদের কুকথা বলার প্রতিবাদে সাংবাদিক বৈঠকে আইনরক্ষকদের স্ত্রী-রা

ABP Ananda LIVE: পুলিশকে বিরোধী নেতাদের কুকথা বলার প্রতিবাদে সাংবাদিক বৈঠক। আর পুলিশকর্মীদের একাংশের পরিবারের ডাকা সেই সাংবাদিক বৈঠকে, IC-র পরিবারকে অনুব্রতর কুকথার প্রসঙ্গ উঠল। পুলিশকে 'অপমান', সরব আইনরক্ষকদের স্ত্রী-রা। 'বিরোধী দলের মিছিল থেকে পুলিশকে জুতো'। 'বিরোধী দলের মিছিল থেকে অশালীন আক্রমণ করা হচ্ছে'। 'বারবার পুলিশের বিরুদ্ধে অশালীন ভাষা'। 'আমাদের সন্তানরাও স্কুলে যায়, তারাও হেনস্থার শিকার হচ্ছে'।

 

 

'নিউ মার্কেট থানায় জেনারেল ডায়েরি হয়েছে', অভয়ার বাবার FIR দায়ের প্রসঙ্গে জানাল পুলিশ

'আপনার অভিযোগ নথিভুক্ত হয়েছে। নিউ মার্কেট থানায় জেনারেল ডায়েরি হয়েছে', জানাল কলকাতা পুলিশ। নবান্ন অভিযানে আহত অভয়ার মা, সিপি-কে ইমেল অভয়ার বাবার। FIR দায়ের নিয়ে হেনস্থার শিকার, অভিযোগ অভয়ার বাবার। 'প্রথমে শেক্সপিয়র সরণি থানায় ইমেল করতে বলা হয়। শেক্সপিয়র সরণি থানা থেকে আবার পার্ক স্ট্রিট থানায় যোগাযোগ করতে বলা হয়। তারপর আবার নিউ মার্কেট থানায় অভিযোগ করতে বলা হয়'। FIR দায়ের নিয়ে হেনস্থার শিকার, অভিযোগ অভয়ার বাবার। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola