Kolaghat News: বিস্ফোরণের ৫দিন পর কোলাঘাটে গেল ফরেন্সিক টিম। ABP Ananda Live
ABP Ananda Live: বিস্ফোরণের ৫দিন পর কোলাঘাটে (Kolaghat) গেল ফরেন্সিক টিম (Forensic Team)। গত রবিবার কোলাঘাটে বাজি কারবারির বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ হয়য ধূলিসাৎ হয়ে গেছে একটা আস্ত বাড়ি।বিস্ফোরণের অভিঘাতে আশেপাশের অন্তত চার-পাঁচটা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। মজুত রাখা বেআইনি বাজি থেকেই বিস্ফোরণ বলে অনুমান।
অন্য়দিকে, ক্যানিংয়ের জীবনতলায় তৃণমূল নেতাকে পিটিয়ে খুনের অভিযোগ। বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ। মৃতের নাম রবীন্দ্রনাথ মণ্ডল, তিনি ক্যানিংয়ে তৃণমূলের ২১৮ নম্বর বুথের সম্পাদক। নিহত নেতার পরিবারের দাবি, গতকাল সকালে বন্ধুদের ডাকে বাড়ি বেরিয়েছিলেন তৃণমূল নেতা। রাতে খবর আসে, বাড়ি থেকে ১০০ মিটার দূরে তিনি সংজ্ঞাহীন অবস্থায় পড়ে রয়েছেন। ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তৃণমূল নেতাকে মৃত বলে ঘোষণা করা হয়। 'প্রতিবেশী পাপ্পু মণ্ডলের কাছ টাকা ধার নিয়েছিলেন রবীন্দ্রনাথ মণ্ডল'। সেই কারণেই গতকাল তাঁকে ডেকে নিয়ে মাদক খাইয়ে খুন করা হয়, অভিযোগ মৃতের পরিবারের। খুনের কারণ খতিয়ে দেখছে জীবনতলা থানার পুলিশ।